• Ashok Gehlot Net Worth : ফুলে ফেঁপে জয়ঢাক! ১০ বছরে সম্পত্তি বেড়েছে ৭ গুণ, কত টাকার মালিক গেহলট?
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • এগিয়ে আসছে রাজস্থান বিধানসভা নির্বাচন। ভোট রয়েছে ২৫ নভেম্বর। অশোক গেহলটের রাজস্থানের মুখ্যমন্ত্রী আসনে বসেছেন তিনবার। প্রথমবার ১৯৯৮ সাল থেকে ২০০৩, দ্বিতীয়বার ২০০৮ থেকে ২০১৩ ও তৃতীয়বারের জন্য ২০১৮ সালে ডিসেম্বরে ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী হন অশোক গেহলট। ২০১৮ সালে সর্দারপুরা বিধানসভা আসন থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অশোক গেহলট। এবছরও ওই কেন্দ্র থেকেই তাঁকেই আসন দিয়েছে কংগ্রেস। বহুবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞান ও আইনে স্নাতক হন ও অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামায় অশোক গেহলটের সম্পূর্ণ সম্পত্তির খতিয়ানের উল্লেখ রয়েছে।হলফনামা অনুযায়ী, ২০১৩ সালে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মোট সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৬৯ লাখ টাকা। ২০১৩-র থেকে ২০২৩ সালের মধ্যে সাতগুণ বেড়েছে গেহলটের সম্পত্তির পরিমাণ। এবার নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় অশোক গেহলট ১১ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৭৫৮ টাকার মোট সম্পত্তির উল্লেখ করেছেন। এর মধ্যে তিনি ১০ কোটি ২৭ লাখ টাকার মালিক, বাকি রয়েছে স্ত্রী সুনীতা গেহলটের নামে। হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রী গেহলটের কাছে নগদ রয়েছে মাত্র ২০ হাজার টাকা। অন্যদিকে, স্ত্রীর কাছে রয়েছে ১০ হাজার টাকা।২০১৮ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, গেহলটের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬ কোটি ৫৩ লাখ টাকা। সেই অনুযায়ী হিসেব করলে গত পাঁচ বছরে গেহলটের সম্পত্তি বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে ২০১৩ সালে গেহলটের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৬৯ লাখ টাকা। ২০০৮ সালে ১ কোটি ৭ লাখ টাকার মালিক ছিলেন। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্য সম্পত্তির পরিমাণ বেড়েছে সাতগুণ।হলফনামায় অশোক গেহলটের ঘোষণা, তাঁর নামে কোনও গাড়ি নেই। তাঁর কাছে ৩০ হাজার টাকার সোনা, স্ত্রীর কাছে ১৪ লাখ ৯০ হাজার টাকার সোনার গয়না রয়েছে।হলফনামায় দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ করেছেন গেহলট। হলফনামা অনুযায়ী, প্রায় ১ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৬২৭ টাকা SBI-এর বিভিন্ন শাখায় রয়েছে। গেহলটের এই টাকার কিছু অংশ রয়েছে জয়পুরের বিধানসভা শাখায় ও সংসদ শাখায়। হলফনামায় গেহলটের বিরুদ্ধে দায়ের হওয়ার একাধিক মামলারও উল্লেখ রয়েছে।
  • Link to this news (এই সময়)