• 'এখানে ভিকি কে?' সাড়া দিতেই গুলিতে ঝাঁঝরা TMC কর্মী, উত্তেজনা জগদ্দলে
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • ফের Trinamool Congress কর্মীকে লক্ষ্য করে গুলি। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে। গুলিতে গুরুতর আহত ওই তৃণমূল কর্মী। আহত কর্মীর নাম ভিকি যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাঁকে গুলি করে পালাল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।জগদ্দলে আবারও গুলি তৃণমূল কর্মীর উপরে। মোট ৮-৯ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। দুষ্কৃতীরা মোটরসাইকেল করে এসে ছিল বলে জানা যায়। ভাটপাড়ার ১৭নং ওয়ার্ডের তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং ১৭ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব। রক্তাক্ত অবস্থার প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সক্রিয় কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। মঙ্গলবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানী তলাব এলাকায়। স্থানীয়দের বয়ান অনুযায়ী, এদিন সন্ধেয় বাড়ি সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তাঁকেই জিজ্ঞেস করে ভিকি যাদব কে? এরপর ওরা ভিকিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। নয়টি গুলি লাগে ভিকি সারা শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় তৎক্ষনাৎ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এখনও পর্যন্ত খবর, ভিকির অবস্থা সংকটজনক।কে বা কারে এই ঘটনার সাথে জড়িত জানা যায়নি।ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। একের পর এক গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও, দুষ্কৃতীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। রাজনৈতিক শত্রুতা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, 'খুব গুরুতর অবস্থা ওঁর। দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশকে সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের ধরার কথা জানাবো।'টার্গেট তৃণমূলরাজ্যে একের পর তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমা ছোড়ার ঘটনা ঘটছে। সপ্তাহ খানেক আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় সাইফুদ্দিনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর সহ দোলুয়াখাকি গ্রাম এলাকা। এর কিছুদিন পরেই আমডাঙা এলাকায় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
  • Link to this news (এই সময়)