• পক্ষাঘাতে আক্রান্ত ‘স্ত্রী’কে খুন করে আনন্দপুরে আত্মঘাতী বৃদ্ধ
    হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
  • সাত সকালে আনন্দপুরে বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। তবে প্রথামিক তদন্তের পর পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। স্ত্রীর নাম গীতা সমাদ্দার (৬০), স্বামী অমূল্য সমাদ্দার (৭৭)।

    বাইপাস সংলগ্ন নোনাডাঙায় বাল্মীকি আম্বেকর আবাসনে থাকতেন ওই দম্পতি। তাঁদের দুই মেয়েই বিবাহিত। তাঁর মাঝে মাঝে এসে বাবা-মাকে দেখে যেতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গত ১০ বছর ধরে প্রায় শয্যাশায়ী ছিলেন গীতা সমাদ্দার। স্ত্রী দেখভাল করতেন অমূল্য সমাদ্দার। কিছুদিন আগে স্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। তা নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। আজই তাঁর চিকিৎসকের সঙ্গে দেখা করার দিন ছিল।

    আবাসনের বাসিন্দাদের অনুমান তাঁর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েন অমূল্য সমাদ্দার। তিনি অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে কে দেখভাল করবে এই নিয়ে চিন্তায় থাকতেন তিনি।

    পুলিশের অনুমান ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে তারপর আবাসনের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। সজোরে কিছু পড়ার আওয়াজ শুনতে পেয়ে আবাসনের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। তাঁর অমূল্য সমাদ্দারকে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাট থেকে গীতা সমাদ্দারের দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। আনন্দপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)