তিন মিনিট লেট হলেই ৫ রান পেনাল্টি, ODI ও T20-তে বড় নিয়ম বদল ICC-র
হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ক্রিকেটারদের জরিমানা থেকে ক্যাপ্টেনের নির্বাসন পর্যন্ত সব কিছুই দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বোলিং কোটা শেষ করতে বেশি সময় নিলে সীমিত ওভারের ক্রিকেটে বৃত্তের ভিতরে বাড়তি ফিল্ডার রাখার শাস্তিও পেতে হয় এখন। তাতেও ম্যাচের গতি বজায় রাখা মুশকিল হয়ে দাঁড়ানোয় অভিনব পদক্ষেপ নিচ্ছে আইসিসি। এবার থেকে ক্রিকেটেও ব্যবহৃত হবে স্টপ-ওয়াচ।
আগামী ডিসেম্বর থেকেই ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ব্যবহার করা হবে এই নিয়ম। যদিও এটি স্থায়ীভাবে বলবৎ করা হচ্ছে না এখনই। বরং ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে লাগু করা হচ্ছে এই নিয়ম। যদিও ওভার চলাকালীন নয়, বরং ২টি ওভারের মাঝে চোখ রাখা হবে ঘড়িতে। একটি ওভার শেষ হলে পরের ওভার শুরু করার মাঝে বোলিং দল সময় পাবে ১ মিনিট।
৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলেই অবশ্য শাস্তি পেতে হবে না ফিল্ডিং করা দলকে। বরং এই ভুলের পুনরাবৃত্তির জন্য শাস্তিবিধান করেছে আইসিসি। একই ইনিংসে তিনবার ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে উপহার দেওয়া হবে। অর্থাৎ, ইনিংসে ৩ মিনিট লেটের জন্য ৫ রানের মাশুল গুনতে হবে ফিল্ডিং করা দলকে।
মঙ্গলবার আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই পরিকল্পনায় সিলমোহর দেওয়া হয়।