• অবশেষে মহুয়ার পাশে মমতা, BJP বিরোধী ইমেজে দাগ লাগার ভয়?
    হিন্দুস্তান টাইমস | ২৩ নভেম্বর ২০২৩
  • টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের সুপারিশ করেছে সংসদের সহবৎ সমিতি। ডিসেম্বরে চলতি লোকসভা শেষ অধিবেশনে মহুয়ার বিদায় কার্যত নিশ্চিত। অবশেষে তাঁকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মহুয়াকে সরিয়ে দিয়ে আসলে বোকামি করছে বিজেপি।

    এদিন মমতা বলেন, ‘মহুয়াকে ওরা সরিয়ে দিতে চাইছে। আরে এতে তো ওর পপুলারিটি আরও বেড়ে যাবে। ও এতদিন ভিতরে বলত, এবার বাইরে বলবে। আর মাত্র ৩ মাস বাকি। তখনই এসব করছে। ওরা বোকা’।

    কিন্তু প্রশ্ন উঠছে, দলের সাংসদের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার মতো গুরুতর অভিযোগে এতদিন পর কেন মুখর মমতা। মহুয়ার বিরুদ্ধে যখন দোষ প্রমাণিত হয়নি তখন তাঁর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, সপার মতো দল। কিন্তু দলনেত্রী তো দূরে থাক, নিজের দলকে পাশে পাননি মহুয়া। তৃণমূল বলেছে, ‘মহুয়া নিজের ব্যাপারটা নিজেই সামলে নিতে পারবেন।’ তাহলে কি বিজেপি বিরোধী হিসাবে তাঁর লড়াকু ইমেজে দাগ লাগতে পারে এই আশঙ্কায় এতদিন মহুয়া মিত্রের বিরুদ্ধে স্পিকটি নট থেকেও এখন বাধ্য হয়ে মুখ খুললেন মমতা?

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)