• লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৩
  • গোবিন্দ রায়: অবশেষে হাওড়ার লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৬ দিনের মধ্যে নির্মাণ ভেঙে ফেলতে হবে। আগামিকাল সকাল ১১টা থেকেই শুরু করতে হবে বেআইনি নির্মাণ ভাঙার কাজ।

    বিচারপতির নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের আগেই আদালত কক্ষে পৌঁছন প্রোমোটর পার্থ ঘোষ এবং ওসি সঞ্জয় শ্রীবাস্তব। কিছুটা অংশের নির্মাণ যে সত্যিই বেআইনিভাবে হয়েছে, তা স্বীকার করে নেন পার্থ। তার পরই ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেন বিচারপতি। আগামিকাল সকাল ১১টা থেকে ভাঙার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ভাঙার কাজে বাধা দিলে গ্রেপ্তারির নির্দেশও দিয়েছেন বিচারপতি।

    উল্লেখ্য, লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের করেন সন্ধ্যা ঘোষ নামে এক মহিলা। সিঙ্গল বেঞ্চ ওই বেআইনি নির্মান ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি রাই চট্টোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই রায় বহাল রাখে। গত ৪ সেপ্টেম্বর বালি পুরসভার তরফে বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়া হয়। তবে বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয়নি। পুলিশের সাহায্য ছাড়া তা সম্ভব নয় বলেই জানিয়ে দেয় পুরসভা।

    বৃহস্পতিবার বেআইনি নির্মাণ নিয়ে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, “একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয়, তাহলে তা বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।” প্রোমোটর এবং লিলুয়া থানার ওসি সশরীরে এজলাসে হাজিরার নির্দেশ দেন। ওই প্রোমোটরকে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে বলেই দাবিও করেন বিচারপতি।
  • Link to this news (প্রতিদিন)