• জ্যোতিপ্রিয়র ED ফোবিয়া হয়েছে, পিছনে ২টো ডান্ডা দিলে….: সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ২৪ নভেম্বর ২০২৩
  • বৃহস্পতিবার আন্দুল বাস স্ট্যান্ড মোড়ে দলীয় জনসভায় যোগ দিয়ে জোতিপ্রিয়র পিজিতে ভর্তি হওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট বলেন,' জোতিপ্রিয়র কিছু হয়নি, ওর ইডি ফোবিয়া হয়েছে। এই রোগের কোনও চিকিৎসা হয় না। পেছনে দু’টো ডান্ডা দিক সব ঠিক হয়ে যাবে।'

    এছাড়াও জোতিপ্রিয়র জেলে থাকা নিয়ে কৌতুক করে সুকান্ত বলেন, 'জ্যোতিপ্রিয় জেলে নিঃসঙ্গ আছে আমাদের কষ্ট হয়। আমরা জানি ওর অনেক বান্ধবী আছে। ইডি সিবিআইকে বলবো খোঁজ নিয়ে তাদের একটা, দু’টোকে গ্রেফতার করে জেলে ঢোকাক। জোতিপ্রিয় দার নিঃসঙ্গতা কেটে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, এখন দেখছি ডাবল ডাবল জেলে যাচ্ছে। একটার সঙ্গে একটা ফ্রি।' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন, 'আমরা প্রচার করি না যে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর ব্যাটে রানের খরা কাটাতে বিরাট কোহলিকে মন্দিরে গিয়ে পুজো দিতে হয়েছিল’।

    মমতার সংখ্যালঘু রাজনীতিতে আক্রমণ করে সুকান্তবাবু বলেন, ‘সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে রাজনীতির জন্য ব্যবহার করছে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটাই নীতি কাজের বেলায় কাজি আর কাজ ফুরোলে পাজি। আগে বলেছিল সিএএ করতে দেবে না, এখন বলছে এনআরসি করতে দেবে না। কিন্তু CAA করতে দেব। এটা সংখ্যালঘু ভাইদেরকে বুঝতে হবে।'

    বৃহস্পতিবার ফের মহুয়াকে খোঁচা মেরে সুকান্ত বলেন,' যিনি নিজের স্নো, পাউডার আর লিপস্টিকের জন্য দেশের সম্পত্তি বেচে দিতে পারে , এই ধরণের সাংসদই মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলায় মডেল।'

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)