• Destination Wedding : ডেস্টিনেশন ওয়েডিং না পসন্দ! হবু বর-কনেদের কাছে বিশেষ টিপস মোদীর
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • হালফিলের বিয়ের অনুষ্ঠান মানেই ডেস্টিনেশন ওয়েডিং। বিরুষ্কার তাসকানি কিংবা দীপবীরের লেক কোমো, বলিউড থেকে অনুপ্রাণিত হয়ে বিদেশের চোখ ধাঁধানো শহরে বিয়ের আসর বসানো এখন আখছার হয়ে থাকে। আর সেই নিয়েই এবার অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেস্টিনেশন ওয়েডিং না পসন্দ তাঁর। কিন্তু, কেন?ডেস্টিনেশন ওয়েডিং না পসন্দপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন ঢাক-ঢোল বাজিয়ে ভারতীয়দের বিয়ে হোক এ দেশেরই কোনও না কোনও বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনে। রবিবার ১০৭তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান তিনি। তাঁর ইচ্ছে, এই জাঁকজমকপূর্ণবিয়ের অনুষ্ঠানগুলি হোক এ দেশেই। তাতে দু'পয়সা লাভ করতে পারবেন স্থানীয় ব্যবসায়ীরা।হবু বর-কনেদের কাছে বিশেষ আর্জিএদিন রোডিয়োতে নিজের শোয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এটা বিয়ের মরশুম। কিছু ট্রেড অর্গানাইজেশনের অনুমান এই মরশুমে ভারতীয় ব্যবসায়ীরা পাঁচ লাখ কোটি টাকা পর্যন্ত ব্যবসা আনতে সক্ষম হবেন। ফলে বিয়ের বাজার করার সময় এই লোকাল ব্যবসায়ীদের গুরুত্ব দিন।' নমোর আরও সংযোজন, 'একটা বিষয় নিয়ে আমি অনেকদিন ধরেই অসন্তুষ্ট। একটা ট্রেন্ড তৈরি হয়েছে সম্প্রতি। সকলেই বিয়ের জন্য বিদেশে ডেস্টিনেশন পছন্দ করেন। সত্যিই কি এটার খুব দরকার? দেশের মাটিতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তাহলে ক্ষতি কী? দেশের টাকা তবে দেশেই থাকে।'নমোর উপদেশপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রোডিয়ো শোতে আরও বলেন, 'দেশের ব্যবসায়ীরাই দেশের ছেলেমেয়েদের বিয়ের অনুষ্ঠানে অবদান রাখতে পারবেন। মধ্যবিত্তরাও তাহলে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। এতে ভোকাল ফর লোকাল প্রকল্প আরওো জোরদার হবে। কেন বিয়ে এবং এই ধরণের আনন্দ অনুষ্ঠান দেশে আয়োজন করা হচ্ছে না? হয়তো আপনারা ঠিক যেমন আয়োজন চাইছেন, তেমনটা দেশে পাচ্ছেন না। কিন্তু, ঘন ঘন এই ধরণের অনুষ্ঠান আয়োজন হতে থাকলে, আমি আশাবাদী আপনারাও মনের মতো ঢালাও আয়োজন পেয়ে যাবেন খুব শীঘ্রই। আশা করব আমার এই মনবাঞ্ছা বড় বড় পরিবারের কাছে পৌঁছে যাবে।'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান??'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)