• Varanasi Cruise : গঙ্গায় ভাসতে ভাসতে কাশী বিশ্বনাথ দর্শন! বারাণসীতে এবার বিশ্বনাথম ক্রুজ, খরচ কত?
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • না, ঠিক মগনলাল মেঘরাজের প্রাইভেট বজরা নয়। তবে অনেকটা সেই ধাঁচেরই। গঙ্গায় ভাসতে ভাসতে বিলাসবহুল প্রমোদতরী থেকে এবার সুলভে কাশী বিশ্বনাথের মন্দির দর্শনের সুযোগ পাবেন পর্যটকরা। কী ভাবে?'মেড ইন বানারস'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে এবার 'মেড ইন বেনারস' ক্রুজ। মাত্র আট মাসেই তৈরি করা হয়েছে এই দেশি ক্রুজ। আর এতে চেপেই বারাণসী ভ্রমণের অভূতপূর্ব সুযোগ মিলবে পর্যটকদের। বারাণসীতে বর্তমানে যে অলকানন্দা ক্রুজ চলে, তার চেয়েও আয়তনে বড় এই দেশি প্রমোদতরী।উল্লেখ্য, গত বছর থেকে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে কলকাতা থেকে বারাণসী ঘুরে আসার সুযোগ তৈরি হয়েছে। অত্যাধুনিক প্রমোদতরীতে চেপে অনায়াসেই চলে যাওয়া যাবে কাশী বিশ্বনাথ ধাম। কলকাতার মিলনিয়াম পার্ক থেকে ছাড়ে সেই বিলাসবহুল ক্রুজ। ডেকে আরাম কেদারায় শুয়ে দেখা যায় গঙ্গার বুকে সূর্যদয় ও সূর্যাস্ত। রয়েছে ঝাঁ চকচকে পাঁচতারা রুম, সঙ্গে যাবতীয় আধুনিক বন্দোবস্ত।বেসরকারি এই ক্রুজ সংস্থা মূলত বিদেশী পর্যটকদের নিয়ে কলকাতা থেকে বারাণসী ট্যুর করে থাকে। ইজরায়েল, মায়ানমার, থাইল্যান্ড, কাম্বোডিয়া, ভিয়েতনাম, চিনা পর্যটকদের নিয়ে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে এই বিলাসবহুল প্রমোদতরী। সাতদিন এবং ১৫ দিনের দু'টি পৃথক ট্রিপের আয়োজন করে সংস্থা। এ প্রসঙ্গে ক্রুজের ক্যাপ্টেন অঞ্জন সিনহা বলেন, 'এই ক্রুজে বারাণসী ট্যুর মূলত করানো হয় বিদেশী পর্যটকদের। ইজরায়েলি, মার্কিনি, ইউরোপিয়ানদের জন্য সাত দিনের ট্যুরের খরচ মাথাপিছু তিন থেকে চার লাখ টাকা। ১৫ দিনের ট্যুরের খরচ মাথাপিছু পাঁচ থেকে সাত লাখ টাকা।'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান??'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)