• রাস্তায় পড়ে ১৪টি কুকুরছানার নিথর শরীর! এমন দৃশ্যে শিউড়ে উঠল শিলিগুড়ি
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • কোচবিহারের পর শিলিগুড়ি। ফের অমানবিক ঘটনা শিলিগুড়িতে। একসঙ্গে ১৪ টি কুকুর ছানার নৃশংস মৃত্যু। বিষ খাইয়ে কুকুর শাবকগুলিকে মারা হয়েছে বলেই অভিযোগ। সেই ঘটনা ঘিরে শনিবার রাতে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শিলিগুড়ি থানায় খবর পৌঁছলে রাতেই আসে পুলিশ।শনিবার রাতে উদ্ধার হয় ১০ টি কুকুর ছানার দেহ। চারটি শাবক এখনও নিখোঁজ বলে জানান স্থানীয়রা। এলাকার কয়েকজন যুবক জানান, ১৮ নম্বর ওয়ার্ডে রানাবস্তির কাছে কিছু কুকুরের ছানা ছিল। স্থানীয় কয়েকজন যুবক রোজ সেই সারমেয়দের খাবার খাওয়াত। শনিবার রাতে স্থানীয়রা দেখেন ১০ টি কুকুর শাবক মারা গিয়েছে। ড্রেন থেকে কিছু কুকুর শাবকের দেহ উদ্ধার করা হয়। রাতে খবর পেয়ে একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা সেখানে যান। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মাও সেখানে যান। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালে খবর যায় পুলিশের কাছে।তড়িঘড়ি শিলিগুড়ি থানার পুলিশ যায় সেখানে। নিরীহ ১০ কুকুর ছানার মৃত্যুতে ক্ষুব্ধ এলাকার সিংহভাগ মানুষ। বিশেষত সারমেয়গুলিকে খাবার খাওয়াতেন, আদর করতেন যারা, তারা সাংঘাতিক ক্ষুব্ধ। এমন ফুটফুটে কুকুর ছানাদের উপর কার রাগ থাকতে পারে সেই নিয়ে চলছে আলোচনা। কুকুরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যা জানান, 'এলাকায় ১৫ টি কুকুরের শাবক ছিল। শনিবার বিকালেও তাঁদের একজন বিস্কুট খাইয়েছিল। এরপরই কেউ কুকুর ছানাগুলিকে খাবার খেতে দিয়েছিল। সেই খাবার ঘটনাস্থলেই পড়ে ছিল। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ফুটফুটে বাচ্চা কুকুরগুলির দেহ। এরপর ১০ টি কুকুর শাবকের দেহ উদ্ধার করা হয়েছে। কেউ বা কারা বিষ খাইয়ে কুকুর শাবককে মেরে থাকতে পারে। এর আগেও শহরের বিভিন্ন প্রান্তে এমন ধরনের ঘটনা ঘটছে। শিলিগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।' এদিকে কাউন্সিলর সঞ্জয় শর্মা জানান, 'খুবই নিন্দনীয় ঘটনা। যারা দোষ করেছে তাঁদের বিরুদ্ধে নিশ্চয় পুলিশ ব্যবস্থা নেবে।'অন্যদিকে, শিলিগুড়িতে ক্রমশ পথ কুকুরের সংখ্যা বাড়ছে বাড়ছে । অনেকের অভিযোগ, রাতে হলেই কুকুরের উপদ্রবে রাস্তা দিয়ে যাওয়া যায়নি। কুকুরের কামড়ে অনেকে জখম হচ্ছেন। পুরনিগমের তরফেও পথ কুকুরদের নির্বীজকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।এমনই অমানবিক ঘটনা ঘটেছে কোচবিহারেও। সাতটি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। শনিবার সকালে কোচবিহার-২ ব্লকের ক্ষাপাইডাঙার বাসিন্দা সত্যেন বর্মনকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার এলাকার একটি কুকুর তার বাড়ির ছাগলকে কামড়ে দেয়। সেই ঘটনায় রাগে শুক্রবার রাতে সাতটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। শনিবার সকালে এলাকায় ওই কুকুর গুলোর মৃতদেহ দেখতে পেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। এরপর সত্যেন বর্মনকে গ্রেফতার করে।কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, 'সত্যেন বর্মনের ছাগলকে কুকুর কামড়ে দেওয়ায় ও কয়েকটি কুকুরকে মেরে ফেলে সে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুটি কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (এই সময়)