• আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র, মাথা গোঁজার ঠাঁই নেই মালদার ৪ হাজার পরিবারের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ নভেম্বর ২০২৩
  • আবাসের টাকা না পেয়ে বাড়ি ভেঙে বিপাকে মালদহের দুই পৌরসভার প্রায় চার হাজার পরিবার। সরকারি নতুন পাকা বাড়ি পাওয়ার আশায় জেলার দুই পৌরসভার দুঃস্থ মানুষ ভেঙে ফেলেছিল তাদের পুরনো মাথা গোঁজার ঠাঁই৷ নতুন বাড়ির কাজ শুরুও হয়ে গিয়েছিল৷ কিন্তু হঠাৎ সরকারি টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে৷ ফলে এই মুহূর্তে তাঁদের অনেককে খেয়ে না খেয়ে বাড়ির ভাড়া গুনতে হচ্ছে, আর যাঁদের সেই সামর্থ নেই, তাঁদের ঠাঁই হয়েছে খোলা আকাশের ত্রিপলের নীচে। কবে তাঁদের বাড়ি নির্মাণের টাকা আসবে, জানেন না কেউ৷
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)