• অজিদের বিরুদ্ধে আজ ছন্দ ধরে রাখতে মরিয়া সূর্যকুমাররা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ?
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে সূর্যকুমারের ব্যাটে দাপট আর শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ‘ফিনিশ’টাই বদলে দিয়েছে টিমের মধ্যেকার আবহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ভারত। এবার জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ম নামতে চলেছে টিম ইন্ডিয়া।

    বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) হারের ক্ষত এখনও টাটকা। এক সপ্তাহ পরেও ক্রিকেটারদের মধ্যে সেই হারের আফসোস যাচ্ছে না। সেই ক্ষতে প্রলেপ দিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে একপেশে হারাতে মরিয়া ভারতীয় দল (Team India)। তবে বিশাখাপত্তনমে ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল অজি ব্রিগেড। প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এমনকী রবি বিষ্ণোইদের সাধারণের পর্যায়ে নামিয়ে দুরন্ত শতরান করে যান অস্ট্রেলীয় তারকা জশ ইংলিস। ব্যতিক্রম শুধু মুকেশ কুমার। বাকি বোলাররা জলের মতো রান খরচ করলেও বঙ্গ পেসারের কৃপণ বোলিং নজর কেড়েছিল প্রথম ম্যাচে। তবে অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের সামনে দুরন্ত প্রত্যাঘাত করেছিলেন ঈশান কিষাণ, সূর্যকুমার, রিঙ্কু সিংয়ের মতো ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটাররা।

    বিশেষত শেষে রিঙ্কু ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ না হলে জয়ের মুখ দেখত না টিম ইন্ডিয়া। দলের ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্স ‘ঈশ্বরের আপন দেশে’ খেলতে নামার আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে ভারতীয় দলের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামার আগে অধিনায়ক সূর্যকুমারের গলায় শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা। বিশ্বকাপ ফাইনালে হারের পর ড্রেসিংরুমে এসে দলের প্রতিটি প্লেয়ারকে উজ্জীবিত করেছিলেন প্রধানমন্ত্রী। সে প্রসঙ্গ টেনে সূর্য বলেছেন, “হারটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেই সময় প্রধানমন্ত্রী এসে আমাদের উৎসাহিত করেন। সবার সঙ্গে উনি কথা বলেন। আমাদের উৎসাহিত করেন, হার ভুলে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য।”

    এদিকে তিরুবনন্তপুরমের হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিন ধরে ওই শহরে বৃষ্টি হচ্ছে। এদিনও বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।  

    আজ টিভিতে:ভারত-অস্ট্রেলিয়াতিরুবনন্তপুরম, সন্ধ্যা ৭.০০স্পোর্টস ১৮ নেটওয়ার্ক
  • Link to this news (প্রতিদিন)