• ফের চোখ রাঙাচ্ছে কোভিড, এবার কর্নাটকে বয়স্কদের মাস্ক পরা বাধ্যতামূলক
    প্রতিদিন | ১৯ ডিসেম্বর ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের আগে কোভিডের (Covid) লাল চোখ! আবার কি লকডাউন, মাস্ক পরার দিন ফিরে আসবে? গতকালই দেশের সমস্ত রাজ্যকে সতর্ক করছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। এবার কেরলে (Kerala) কোভিড সংক্রমণ বৃদ্ধির জেরে পড়শি রাজ্য কর্নাটকে (Karnataka) ষাটোর্ধ্বদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক হল।

    গত কয়েক মাস ধরেই দেশে বাড়ন্ত কোভিড সংক্রমণ। এর মধ্যেই কেরলের তিরুবন্তপুরম জেলায় ৭৯ বছর বয়সি এক মহিলার দেহে মিলেছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1। এর জেরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কেরল-সহ গোটা দেশে। এই অবস্থায় কর্নাটকে ষাটোর্ধ্বদের মাস্ক পরা বাধ্যতামূলক হল। এইসঙ্গে যাঁদের কোমর্বি়ডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)