• মধ্যপ্রদেশ বিধানসভায় 'নেহেরু বিদায়', 'ইতিহাস মোছার চেষ্টা', তোপ কংগ্রেসের
    প্রতিদিন | ১৯ ডিসেম্বর ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিজেপি সরকার গঠিত হয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। মুখ্যমন্ত্রী হয়েছেন সংঘ ঘনিষ্ঠ মোহন যাদব। মঙ্গলবার ছিল বিধানসভায় নতুন সরকারের প্রথম অধিবেশন। প্রথম দিনেই শাসক-বিরোধী বিতর্কে উত্তাল হল বিধানসভা কক্ষ। নেপথ্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru)। নেহেরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে বিধানসভা কক্ষ থেকে, সেখানে রাখা হয়েছে ড. বিআর আম্বেদকরের ছবি। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস (Congress) বিধায়করা।

    মধ্যপ্রদেশে বিধানসভার স্পিকারের চেয়ারের পিছনে দুই দিকে ছিল দুটি ছবি। একট জাতির জনক মহাত্মা গান্ধীর, অন্যটি জওহরলাল নেহেরুর। এদিন কংগ্রেস বিধয়াকরা দেখেন, সরিয়ে ফেলে হয়েছে নেহেরুর ছবিটি,  সেখানে লাগানো হয়েছে সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকরের ছবি। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বিধায়করা। তাঁরা অভিযোগ করেন, ?দেশের ইতিহাস মুছতে দিন-রাত কাজ করছে বিজেপি।?
  • Link to this news (প্রতিদিন)