• রামমন্দিরের উদ্বোধনে না-আসতে অনুরোধ, জলঘোলা হতেই আদবানি-জোশীর বাড়ি দৌড়লেন আরএসএস নেতারা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ডিসেম্বর ২০২৩
  • লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর জোশীর বাড়ি গিয়ে তাঁদের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করে এলেন সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। এর আগে সোমবার রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছিলেন, তিনি চান না ওই অনুষ্ঠানে আদবানি, জোশী আসুক। রাইয়ের এই মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়। তারপরই তড়িঘড়ি আদবানি ও জোশীর বাড়ি ছোটেন সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা রামলাল, কৃষ্ণগোপাল, অলোক কুমাররা। তাঁরা দুই প্রবীণ নেতাকেই ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন। এই ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অলোক কুমার এক বিবৃতিতে বলেন, ‘লালকৃষ্ণ আদবানির বয়স এখন ৯৬। আর মুরলী মনোহর জোশীর বয়স ৮৯। দু’জনকেই মন্দিরের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দু’জনেই বলেছেন, তাঁরা আসার চেষ্টা করবেন।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)