• ৪০০ কোটি টাকার করের বোঝা জোম্যাটোর মাথায়, জিএসটি নোটিস
    দৈনিক স্টেটসম্যান | ২৯ ডিসেম্বর ২০২৩
  • দিল্লি, ২৮ ডিসেম্বর? এক-দুই কোটি টাকা নয়, ৪০০ কোটি টাকার বেশি করের বোঝা অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর মাথায়৷ এমন ঘটনায় এবার জোম্যাটোকে নোটিস পাঠানো হল৷ তবে সেই করের টাকা দিতে দায়বদ্ধ নয় কোম্পানি স্পষ্ট জানাল জোম্যাটো!
    গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের (জিএসটি) আওতায় এই নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিজিজিআই৷ শুধু জোম্যাটো নয় সুইগি-কেও একই নোটিস পাঠানো হয়েছে৷ নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ডেলিভারি চার্জ হিসেবে গ্রাহকদের থেকে যে টাকা নেওয়া হয় তা পরিষেবা করের আওতায় পড়ে৷ জোম্যাটো বা সুইগি-র মতো সংস্থাগুলি সেই করের টাকা শোধ করেনি৷ সূত্রের খবর, দুই সংস্থা মিলিয়ে বাকি করের পরিমাণ ১০০০ কোটির বেশি৷
    যদিও সেই করের টাকা মেটাতে তারা দায়বদ্ধ নয় বলেই জানিয়েছে জোম্যাটো৷ কোম্পানির তরফে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে এই ব্যাপারে৷ সেখানে বলা হয়েছে, ‘গ্রাহকদের থেকে যে ডেলিভারি চার্জ বাবদ টাকা নেওয়া হয়, সেটা কোম্পানি ডেলিভারি পার্টনারদের তরফে নিয়ে থাকে৷ ডেলিভারি পার্টনাররা গ্রাহকদের পরিষেবা প্রদান করে, সংস্থা নয়৷ ডেলিভারি বাবদ যে টাকা নেওয়া হয়, সেটা ডেলিভারি পার্টনারদেরকে দেওয়া হয়৷’
    জোম্যাটো আরও জানিয়েছে, ?সবদিক ভাবনাচিন্তা করেই শোকজ নোটিসকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত৷ আইন এবং কর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে৷? উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত জোম্যাটো ডেলিভারি চার্জ বাবদ পরিষেবা কর দেয়নি বলে অভিযোগ৷ সেই বকেয়া কর ও জরিমানা বাবদ ৪০১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)