• SA vs IND: এবারও সেই অধরাই থেকে গেল মাধুরী! সেঞ্চুরিয়নে লজ্জার আত্মসমর্পণে স্বপ্নভঙ্গ ভারতের
    ২৪ ঘন্টা | ২৯ ডিসেম্বর ২০২৩
  • ভারত ২৪৫ ও ১৩১

    দক্ষিণ আফ্রিকা ৪০৮

    দক্ষিণ আফ্রিকা জয়ী ইনিংস ও ৩২ রানে

    ম্য়াচের সেরা ডিন এলগার (১৮৫)জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রাখল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিল। পাঁচদিনের টেস্ট তিন দিনে খতম করে দুই ম্য়াচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে গেল ১-০ ব্য়বধানে। ভারতের প্রাপ্তি শুধুই একরাশ লজ্জা ও অসহায় আত্মসমর্পণ। পিচে এমন কিছুও জুজু ছিল না। তবুও দক্ষিণ আফ্রিকার পেসারদের কাছে লুটিয়ে পড়ল ভারতের বিশ্ববন্দিত ব্য়াটিং লাইন-আপ।সেঞ্চুরিয়নে টস হেরে প্রথম ব্য়াট করে ভারত। শুরুটা মোটেই ভালো হয়নি। ১২ ওভারের মধ্য়েই ২৪ রানের মধ্য়ে ফিরে যায় টপঅর্ডার। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিত শর্মা ওপেন করেছিলেন। রোহিত ১৪ বল খেলে পাঁচ রান করে সাজঘরে ফেরেন। রাবাদার বল হুক করতে গিয়ে রোহিত ধরা পড়ে যান নান্দ্রে বার্গারের হাতে। যে শটে রোহিত মাস্টার, সেই শটই তাঁর ইনিংস শেষ করে দেয়। রোহিত ফেরার পর তাঁর পথের পথিক হন যশস্বীও। ৩৭ বলে ১৭ রান করেন তরুণ ওপেনার। বার্গারের বলে উইকেটের পিছনে কাইল ভেরিনের হাতে ক্য়াচ তুলে দেন যশস্বী। তিনে নেমে শুভমন গিলও ডাঁহা ব্য়র্থ হয়েছেন। মাত্র ২ রান করে ফেরেন তিনি। এরপর ভারতের ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা করেছিলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। তাঁরা হাল ধরেছিলেন দলের। ৯৫ বলে ৬৮ রান যোগ করেন তাঁরা। যদিও মধ্যহ্ণ ভোজের বিরতির পরেই এই জুটি ফিরে যায় সাজঘরে। ৫০ বলে ৩১ করে বোল্ড হন শ্রেয়স। তিনি রাবাডার শিকার হন। কোহলি ফেরেন ৬৪ বলে ৩৮ করে। তিনিও শিকার হন রাবাডার। খোঁচা দিয়ে দেন উইকেটের পিছনে ভেরিনের হাতে। এরপর অশ্বিন এসে আট রানে ফেরেন। তিনিও রাবাডারই শিকার হন। ৩৭ ওভারে ১৩০ রান তুলতে গিয়ে ভারতের হাফ ডজন উইকেট চলে যায়। কেএল রাহুল ও শার্দূল ঠাকুর মিলে যুগলবন্দি করার চেষ্টা করেন। শার্দূল চেষ্টা করেছিলেন ক্রিজে থাকার। ৩৩ বলে তিনি ফেরেন ২৪ রান করে। শার্দূলকে ফেরানা সেই রাবাডাই। এরপর জসপ্রীত বুমরা আসেন ও ফিরে যান। দিন শেষে রাহুল ও মহম্মদ সিরাজ রয়েছেন ক্রিজে। ১০৫ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন রাহুল। রাবাডা ছাড়া অভিষেককারী নান্দ্রে বার্গার নিয়েছিলেন দুই উইকেট। এক উইকেট পান মার্কো জানসেন। ভারতের ইনিংসের ৫৯ নম্বর ওভারে খেলা থামে। বৃষ্টির জন্য় পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম্য়াচ আধিকারিকরা। দ্বিতীয় দিন ১৩৭ বলে ১০১ রান করে রাহুল আউট হন বার্গারের বলে। ১৪টি চার ও চারটি ছয়ে অসাধারণ ইনিংস সাজান রাহুল। দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ পান। তাঁর সংযমী ও অত্য়ন্ত মূল্য়বান সেঞ্চুরিতে ভর করে ভারত প্রথম ইনিংসে ২৪৫ রান তুলে এই যাত্রায় মুখ বাঁচিয়েছিল।দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিল ভালো জায়গায়। সৌজন্যে ওপেনার ডিন এলগারের অপরাজিত সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল ২৫৬ রান। ১১ রানের এগিয়ে রামধনু দেশ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। গতকাল ২১১ বলে ১৪০ রানে অপরাজিত ছিলেন ডিন এলগার। তাঁকে মার্কো জানসেন (৩) সঙ্গ দিচ্ছিলেন। এদিন এলগার-জানসেনে প্রোটিয়াদের ইনিংস শুরু হয়। এলগার  যোগ করেন আরও ৪৫টি রান। বিদায়ী টেস্টে ২৮৭ বলে ১৮৫ রানে থামেন তিনি। জানসেন করেন অপরাজিত ৮৭ রান। আটে নেমে জেরাল্ড কোয়েটজি ১৮ বলে মারকুটে ১৯ রানের ইনিংস খেলে আউট হন।  দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৪০৮ রান। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে সফল জসপ্রীত বুমরা। তিনি নিয়েছেন চার উইকেট। দুই উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও আর অশ্বিনের।১৬৩ রানে পিছিয়ে ভারত শুরু করেছিল দ্বিতীয় ইনিংস। এবার ভারতীয় ব্য়াটারদের উপরই ছিল দায়িত্ব। আর দায়িত্ব! তিন ওভারে মাত্র পাঁচ রান তুলেই এক উইকেট হারিয়ে ফেলেছে। রোহিত ও যশস্বী ওপেন করতে নেমেছিলেন। রোহিতকে কোনও রান না করেই ফেরেন। ক্লিন বোল্ড হয়ে যান ক্য়াপ্টেন। তাঁর সবচেয়ে বড় নেমেসিস কাগিসো রাবাডাই তাঁকে ক্লিন বোল্ড করে দেন। রোহিত ফেরার পর যশস্বী ফেরেন পাঁচ রানে। এরপর শুভমন কিছুক্ষণ ছিলেন। ২৬ রান করেন তিনি। চারে নামা বিরাট কোহলিকে একা রেখেই একের পর এক ব্য়াটাররা আউট হতে শুরু করেন বার্গারের আগুনে বোলিংয়ের সামনে। স্কোরবোর্ড বলছে ভারতের ন'জন ব্য়াটার দশের মধ্য়েই ফিরেছেন সাজঘরে। কোহলি একা লড়েছিলেন। কিন্তু পাশে পাননি একজনকেও। ৮২ বলে ১২টি চারের সৌজন্য়ে তিনি ৭৬ রান করেন। ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৩১ রানে। দক্ষিণ আফ্রিকাকে আর ব্য়াট করতে নামতে হয়নি। বার্গার চার উইকেট নিয়েছেন। জানসেন তিনটি ও রাবাদা নিয়েছেন জোড়া উইকেট। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। এবার দেখার ভারত মুখরক্ষা করতে পারে কিনা!
  • Link to this news (২৪ ঘন্টা)