• West Bengal Uchcha Madhyamik (WBCHSE) Result 2021: আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, দুপুর তিনটেয় সংসদের সাংবাদিক বৈঠক
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ জুলাই ২০২১
  • এবছর যেহেতু পরীক্ষা হয়নি তাই মূল্যায়ণ পদ্ধতিতেই ফল প্রকাশ করবে সংসদ। উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেক নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষায় বসার সুযোগ থাকছে পরীক্ষার্থীদের জন্য। বিকেল চারটে থেকে ফল জানা যাবে সংসদের ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড না থাকায় রোল নম্বর জানা নেই পরীক্ষার্থীদের। তাই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে ফল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)