• প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরও নাম, মন্ত্রী- কাউন্সিলরও, সম্ভাব্য তালিকা দেখুন
    হিন্দুস্তান টাইমস | ২৯ ডিসেম্বর ২০২৩
  • প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। একের পর এক নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। এদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বার বারই দাবি করা হয়েছে আরও অনেকে জড়়িত রয়েছেন এই কেলেঙ্কারিতে। এবার দুটি তালিকার কথা সূত্র মারফৎ জানা যাচ্ছে। আর সেই তালিকায় যে নামগুলি রয়েছে তা একেবারে চমকে দেওয়ার মতো। একটি তালিকায় প্রভাবশালীদের নাম আর অপর তালিকায় মিডলম্যান ও এজেন্টদের নাম।

    এদিকে নিউজ ১৮ বাংলায় প্রকাশিত হয়েছে সেই সম্ভাব্য তালিকা। তবে এই তালিকা সরাসরি যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

    সেই প্রভাবশালীদের সম্ভাব্য তালিকায় নাম রয়েছে..তবে তার মধ্যে কয়েকজন ধৃতের নামও রয়েছে…

    পার্থ চট্টোপাধ্য়ায়

    মানিক ভট্টাচার্য

    চন্দন সিনহা, মন্ত্রী

    তাপস সাহা, বিধায়ক

    প্রবীর কয়াল, ব্যক্তিগত সচিব, বিধায়ক

    জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক

    জাফিকুল ইসলাম, বিধায়ক ডোমকল

    কানাই মণ্ডল, বিধায়ক নবগ্রাম

    নবকুমার সাহা

    জয়দীপ দাস, ব্যারাকপুর পুরপিতা

    অমল আচার্য, প্রাক্তন বিধায়ক

    বাপ্পাদিত্য দাসগুপ্ত, কাউন্সিলর

    দেবরাজ চক্রবর্তী, কাউন্সিলর

    এজেন্টদের তালিকায় মালদা, মেদিনীপুর, কোলাঘাট, দক্ষিণদিনাজপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের নাম রয়েছে।

    ধৃত তাপস মণ্ডলের এজেন্ট হিসাবে যে নামগুলি রয়েছে সেগুলি হল…

    হৃদয় সাহা, মুর্শিদাবাদ

    অমিয় মাইতি কাঁথি

    মান্তু দাস মহাপাত্র, পিরুলাল পাড়ুই, উমাপদ ভুঁইয়া, নবকুমার সাহা, নিলাদ্রি ঘোষ, আরণ্যক আচার্য, সমীরণ চক্রবর্তী, কুন্তল ঘোষ প্রমুখ।

    এজেন্ট হিসাবে যাদের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে তারা হলেন,

    দিব্যেন্দু বাগ, হুগলি

    সন্তু গঙ্গোপাধ্য়ায়, হুগলি

    জীতেন রায়, রায়গঞ্জ

    সুখেন রানা, বীরভূম

    সুজল মুর্শিদাবাদ

    নুরুল হাসান, অনুপম, রায়গঞ্জ

    শ্য়ামপদ পাত্র, হাওড়া

    অরবিন্দ, এসআই

    তন্ময় গোস্বামী।

    একের পর এক নাম উঠে এসেছে নিয়োগ কেলেঙ্কারিতে। একেবারে মাকড়সার জালের মতো ছড়়িয়ে রয়েছে এই কেলেঙ্কারি। কিন্তু বঙ্গবাসীর একটাই প্রশ্ন, এই চুরির টাকা কি তারা একলাই রাখতেন? নাকি এই টাকা যেত অন্য কোথাও? সেই মূলটা ঠিক কোথায়?

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)