• SL vs IND:  অল্প অভিজ্ঞতাতেই পোক্ত সূর্যকুমার যাদব, প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার
    হিন্দুস্তান টাইমস | ২২ জুলাই ২০২১
  • এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত। ব্যাটিং বিপর্যয় সামলে যে ভাবেসূর্যকুমার যাদব ওদীপক চাহাররা ব্যাটিং করেছেন, তাতে ক্রিকেট বিশ্ব তাঁকে ও ভারতীয় ক্রিকেটকে কুর্নিশ জানাচ্ছে। কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শকে যে ভাবে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে গেছেন দীপক চাহার,সেই খবর শুনেবহু প্রাক্তন ক্রিকেটার তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। উইকেট আঁকড়ে ধরে যেভাবে পাঁচ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন দীপক চাহার তাতে সকলেইভারতীয় দলেরপ্রশংসায় ভরিয়ে দিয়েছেন।সেই তালিকায় এবার নতুন সংযোজন কামরান আকমল। সূর্যকুমার যাদব ও দীপক চাহারের প্রশংসায় পঞ্চমুখছিলেন আকমল।

    আকমল জানান,‘সূর্যকুমার যাদব যেভাবে ব্যাটিং করেছিলেন তা অবিশ্বাস্য ছিল। তিনি৭০-৮০ ওয়ানডে খেলা এমন একজন ব্যাটসম্যানের পরিপক্কতা এবং অভিজ্ঞতা দেখিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেট খেলায় তার বিশাল অভিজ্ঞতা তার জন্য শক্তিকে জাগিয়ে তুলেছিল। ক্রিজে থাকাকালীন তিনি নিজেকে প্রমাণ করেছেন, তবে দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এলবিডব্লিউ হয়ে যান।’

    আকমল টিম ইন্ডিয়ার এইসাফল্যের জন্যভারতীয় দলের ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিয়েছেন। ইউটিউব চ্যানেলে আকমল জানান,‘এর সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় দলের। তরুণ দল এবং নতুন কোচিং স্টাফদের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়া প্রশংসনীয় কাজ। এছাড়াও,তারা হোম দলের নিয়মিত পক্ষের বিরুদ্ধে এটি করেছে,যা কোনও সহজ কাজ নয়। ভারত এই সফরে খুব ভাল খেলেছে,বিশেষত দ্বিতীয় ওয়ানডেতে। এমনকি ১৬০ রানে ছয় উইকেট হারানোর পরেও তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে খেলাটি জিততে পেরেছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)