• প্রথম ম্যাচ না জিতলে ভারতকে হারানো মুশকিল, দলকে জিতিয়েও সতর্ক এলগার
    হিন্দুস্তান টাইমস | ২৯ ডিসেম্বর ২০২৩
  • ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই জয় দক্ষিণ আফ্রিকার। সিরিজে এগিয়ে গেল তারা। প্রোটিয়া বোলারদের দাপটে রীতিমতো গুরিয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। বোলাররাও ফেলতে পারেনি বিশেষ প্রভাব। রীতিমতো ভারতীয় ক্রিকেটাদের নিয়ে ছেলে খেলা করে তারা। এই জয়কে কেন্দ্র করে ম্যাচের সেরা ডিন এলগার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাবি করেন যে পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক হওয়ায় তিনি খুশি। পাশাপাশি, তিনি তাঁর সতীর্থদের প্রশংসা করেন এবং জানালেন পার্টনারশিপ গড়ার সঙ্গে বোলাররা ঠিক লাইনে বলও করেছেন।

    বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ ডিসেম্বর, ছিল ম্যাচের তৃতীয় দিন। ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। অবশেষে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৪০৮ রানে। অর্থাৎ তারা লিড নেয় ১৬৩ রানের। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চোখের নিমেষে অলআউট হয়ে যায় ভারত। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র কিং কোহলিই প্রভাব ফেলতে পারেন। তাঁর সংগ্রহ ৭৬। ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ডিন এলগারকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানালেন যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং তিনি এতে খুশি।

    ডিন বলেন, 'অনেক সময় আমরা অনেক কিছু পরিকল্পনা করি, তবে দিনের শেষে সেটা ঠিকঠাকভাবে কাজে লাগানো সম্ভব হয়ে ওঠেনা এবং অনেক ক্ষেত্রে বাস্তবায়িত করতে অসুবিধা হয়। তবে আমি খুশি এই ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক চলেছে বলে। দেখুন আমি মনে করি এই ক্ষেত্রে জটিলভাবে কোনও কিছু না দেখে, সহজ পদ্ধতিতে খেলা উচিত। শুধু বলের দিকে নজর রাখছিলাম এবং সোজা খেলছিলাম।'

    এরপর এলগার বলেন, দলের বাকি ক্রিকেটারদের থেকে তিনি সবরকমের সাহায্য পেয়েছেন এবং পার্টনারশিপ গড়া থেকে শুরু করে সঠিক জায়গায় বোলিং করা সবকিছুই করে দেখিয়েছে দল। তিনি বলেন, 'প্রথমদিকে টনি দারুণ সাহায্য করেছে আমাকে পার্টনারশিপ গড়তে। তারপরে জানসেন নেমেও একটা ভালো ইনিংস খেলেছে। ও কতটা প্রভাবশালী সেটাও আজ দেখিয়েছে। আমাদের বোলাররাও দারুণ পারফর্ম করেছে। রাবাডা নিঃসন্দেহে দারুণ বোলিং করেছে, কোনও কথা হবে না। তবে আমি এটাই বলব যে প্রথম ম্যাচে জিততে না পারলে দ্বিতীয় ম্যাচে ভারতকে আমরা হারাতে পারব না। আমরা কয়েক দিন এখন বিশ্রাম করব। তারপর আবার প্রস্তুতিতে নেমে পড়ব। আমাদের ফিল্ডিং একেবারেই ভালো ছিল না, এবং কিছু ক্ষেত্রে আমাদের অসুবিধাও হচ্ছিল।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)