• SA vs IND: বোলারদের ছাড় দিয়ে শুধু ব্যাটারদের দুষলেন রোহিত, প্রশংসা শুধু রাহুলের
    হিন্দুস্তান টাইমস | ২৯ ডিসেম্বর ২০২৩
  • সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। প্রোটিয়া বোলারদের দাপটে রীতিমতো গুরিয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। বোলাররাও ফেলতে পারেনি বিশেষ প্রভাব। রীতিমতো অপেশাদার ও দিশেহারা দেখায় দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে। এই হারকে কেন্দ্র করে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দাবি করেন যে এই ম্যাচে তারা একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে দলের ক্রিকেটাররা পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারেননি এবং এই মুহূর্তে তাঁর নজর সিরিজের দ্বিতীয় ম্যাচের উপর।

    বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ ডিসেম্বর ছিল ম্যাচের তৃতীয় দিন। ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। অবশেষে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৪০৮ রানে। অর্থাৎ তারা লিড নেয় ১৬৩ রানের। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চোখের নিমেষে অলআউট হয়ে যায় ভারত। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র কিং কোহলিই প্রভাব ফেলতে পারেন। তাঁর সংগ্রহ ৭৬। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা জানালেন যে ম্যাচ জুড়ে তারা একেবারেই ভালো খেলা দেখাতে পারেননি।

    তিনি বলেন, 'আমি কোনও অজুহাত দেব না। তবে একটাই কথা যে এই ম্যাচে আমরা একেবারেই পারফর্ম করতে পারিনি। আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। প্রথমে ব্যাট করে কেএল রাহুল আমাদের সেই লড়াকু রান দিয়েছিল ঠিকই, তবে বল হাতে আমাদের বোলাররা পরিস্থিতি সদ্ব্যবহার করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে, আমরা ব্যাট হাতেও কিছু করতে পারিনি। সুতরাং আমি মনে করি যদি আমাদের জিততে হয় আমাদের গোটা দলকে এক হয়ে পারফর্ম করতে হবে। আমরা এখানে আগেও খেলতে এসেছি সুতরাং আমরা ভালো করেই জানি আমরা কি আশা করছি এবং আমাদের দলের ক্রিকেটারদের নিজস্ব পরিকল্পনাও রয়েছে এই নিয়ে।'

    পাশাপাশি, রোহিত আরও জানান যে তাদের পরবর্তী লক্ষ্য সিরিজের দ্বিতীয় ম্যাচটি জেতা। রোহিত বলেন, 'এখানকার পরিস্থিতি আমাদের ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং ছিল এবং আমরা দাঁড়াতে পারিনি অবশেষে। তবে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সহজেই রান করছিল এবং বাউন্ডারি মারছিল। আমরা ওদের দুর্বলতা ধরতে পারিনি। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও আমরা সেটা কাজে লাগাতে পারিনি। সেই কারণেই আজ আমাদের এই অবস্থা। এই ম্যাচে বিশেষ কিছু আমাদের তরফ থেকে বলতে গেলে কেএল রাহুলের ব্যাটিং। আমাদের দলে বহু বোলার আছে যারা প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলছে। তবে এই মুহূর্তে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এটাই আমার লক্ষ্য। আমার নজর এখন আগামী টেস্ট ম্যাচের উপর এবং আমরা প্রস্তুত সেটার জন্য।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)