• Khalistani Attack : ১৫ দিনের মধ্য়ে দ্বিতীয়বার, ফের ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে খালিস্তানি হামলা
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৪
  • মার্কিন মুলুকে ফের আক্রান্ত হল হিন্দু মন্দির। বিকৃতি করা হল মন্দিরের দেওয়াল। ঘটনার পিছনে খালিস্তানি সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ। ঘটনার নিন্দা করে সরব হয়েছে হিন্দু-আমেরিকান ফাউন্ডেশন। গত ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মার্কিন মুলুকে হিন্দু মন্দিরের উপর হামলার ঘটনা ঘটল।ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরের দেওয়াল বিকৃত করার ঘটনার নিন্দা করে সরব হয়েছে হিন্দু-আমেরিকা ফাউন্ডেশন। শুক্রবার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে তারা। ঘটনার পিছনে খালিস্তানিপন্থীদের হাত রয়েছে বলে ফাউন্ডেশনের তরফে করা হয়েছে দাবি। সেই সঙ্গে শেয়ার করা হয়েছে মন্দির অবমাননার একটি ছবিও।অভিযুক্তদের খুঁজে বের করতে মার্কিন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে হিন্দু-আমেরিকা ফাউন্ডেশন। ভারত বিরোধী খালিস্তানিদের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায়, করা হয়েছে উদ্বেগ। এই ঘটনায় বসবাসকারী হিন্দুদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছে ফাউন্ডেশন। এরই পাশপাশি হিন্দু মন্দিরগুলি রক্ষায় নিরাপত্তা ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টল করার জন্য মার্কিন প্রশাসনের কাছে করা হয়েছে আর্জি।ক্যালিফোর্নিয়ায় খালিস্তানি সমর্থকদের দ্বারা হিন্দু মন্দির বিকৃতির ঘটনা এই প্রথম নয়। শেষ ঘটনাটি ঘটেছিল গত ২৩ ডিসেম্বর। ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক শহরের স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালানো হয়েছিল। তারা দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখার পাশাপাশি হুমকি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। মন্দিরের দেওয়াল বিকৃতির ছবিও সেই সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল হিন্দু-আমেরিকান ফাউন্ডেশন।আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ঘটনার নিন্দা করে সরব হয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর। ভারত বিরোধী কার্যকলাপ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন প্রশাসনের কাছে জানিয়েছিলেন আবেদন। আর্জি জানিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্যও। সেই সঙ্গে অভিযুক্তদের চিহ্নিত করতে ভারতীয় কনস্যুলেটের তরফে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছিলেন বিদেশ মন্ত্রী।সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, ফের মার্কিন মুলুকে হিন্দু মন্দির বিকৃত করার ঘটনা ঘটল। সম্প্রতি, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুনকে আমেরিকার মাটিতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। ঘটনায় জড়িত সন্দেহে এক ভারতী বংশোদ্ভুতকে করা হয়েছে গ্রেফতার। চলছে তাঁর বিচার প্রক্রিয়াও। তারপরেই আমেরিকায় খালিস্তানি সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই সঙ্গে বেড়েছে হিন্দু মন্দিরে হামলার ঘটনাও।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)