• Bride Kidnapping: মেয়ে কিডন্যাপ করে বিয়ে দেওয়া হয় এই দেশে! রাজি না হলে চরম পরিণতি, নিয়ম জানলে আঁতকে উঠবেন
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৪
  • বিশ্বের অধিকাংশ দেশে আইন করে জোরপূর্বক বিয়েকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তানে ঠিক তাঁর উল্টো। এখানে আজও জোরপূর্বক বিয়ে একটি সাধারণ ব্যাপার। এর ফলে অল্পবয়সী মেয়েদের অপহরণের ঘটনা বিশ্বের অন্যান্য দেশের তুলনা অনেক বেশি এখানে।জানা গেছে, কিরগিস্তানে জোরপূর্ব্বক বিয়ের রমরমা সবচেয়ে গ্রামগুলিতে। দেশটির মোট ৬০ শতাংশ বিয়ের ক্ষেত্রে এই জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটে। এই ধরনের বিয়েকে নাম দেওয়া হয়েছে আল কাচুউ। রীতি অনুসারে, ছেলেরা দল বেঁধে একটি মেয়েকে খোঁজে এবং পছন্দ হলে সাথে সাথে তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর এই সব ঘটনা প্রকাশ্যে ঘটে বলে জানা গেছে।কিরগিজস্তানের ছেলেরা বিবাহযোগ্য হলেই, পরিবার তাকে আল কাচুউ-র দিকে প্ররোচিত করে। শুরু হয় কনের খোঁজ। টার্গেট করা হয় সুন্দর ও সুস্থ মহিলাদের। আর এই জোরপূর্বক বিয়ের সবচেয়ে বেশি শিকার হয় দরিদ্র পরিবারের মেয়েরা। জানা গেছে, অপহরণের পর নিয়ে যাওয়া হয় ছেলের বাড়িতে। অনেক সময় বয়সের কারণে বিয়ে করতে অস্বীকার করে অপহৃত। এর পরে ছেলের বাড়ি লোকেরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু না মানলে, সেখানে শুরু হয় মেয়েটির উপর অত্যাচার। অনেক ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনাও ঘটে বলে খবর।অপহরণের পর ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হয় মেয়ের পরিবারের লোকজনও। অনিচ্ছা সত্ত্বেও অপহৃতকে বিয়েতে রাজি হতে হয়। যেহেতু দেশটি মুসলিম অধ্যুষিত, তাই বিয়েতে সম্মতি না দিলে পরবর্তীকালে ওই মহিলার বিয়ে দিতে অসুবিধায় পড়তে হয় পরিবারকে। এদিকে, ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর অপহৃত মহিলার মাথায় একটি সাদা স্কার্ফ জোর করে বেঁধে দেওয়া হয়। যার মানে হচ্ছে বিয়ের জন্য প্রস্তুত। যদি মেয়েটি কোনও অবস্থায় বিয়ে করতে রাজি না হয়, তাহলে খুনও করা হয়ে থাকে। ২০১৮ সালে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। মেয়েটি বিয়ে করতে অস্বীকর করলে, খুন করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কিরগিজস্তান জুড়ে সমাজসেবী সংস্থাগুলির পক্ষ থেকে হয়েছিল বিক্ষোভ।জানা গেছে, একটা সময় কিরগিজস্তানে কনে অপহরণে করে বিয়ের বিরুদ্ধে একটি কড়া আইন ছিল। সেই সময় এই দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত ভেঙে গিয়ে কিরগিজস্তান আলাদা রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর আইনের বিলোপ ঘটে।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)