• PM মোদীাকে অপমান মালদ্বীপের মহিলা মন্ত্রীর! তোলপাড় বিশ্ব
    Aajtak | ০৭ জানুয়ারি ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন মলদ্বীপের যুব মন্ত্রকের উপ-মন্ত্রী শিউনা। এমনটাই অভিযোগ উঠেছিল। মহম্মদ মুইজ্জু সরকারের মন্ত্রীর এই মন্তব্যকে মোটেও ভালোভাবে নেয়নি ভারত। মন্ত্রীর বক্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে ভারতীয় হাই কমিশনার। তারপর নড়েচড়ে বসল সেই দেশের সরকার। রবিবার মালদ্বীপ সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, সেগুলি মালদ্বীপ সরকারের নজরে পড়েছে। ওইসব মত ব্যক্তিগত।' 

    এখানেই না থেমে মালদ্বীপ সরকার প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে তার মন্ত্রীর মন্তব্যের বিষয়ে বিবৃতি জারি করে জানায়, 'এটি তাঁর ব্যক্তিগত মতামত। মন্ত্রীর মন্তব্য মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না।' 

    এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লাক্ষাদ্বীপ সফরের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করেছিলেন। ভারতীয়দের সেই দ্বীপ দেখার আবেদনও করেছিলেন। তারপরই মালদ্বীপের যুব উপমন্ত্রী মরিয়ম শিউনা প্রধানমন্ত্রী মোদির পোস্টে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের সমালোচনার পর শিউনা তাঁর পোস্ট মুছে দেন।

    এদিকে সেই পোস্ট ভাইরাল হতেই, মালদ্বীপ সরকার বিবৃতি জারি করে জানায়স সেই পোস্টের সঙ্গে মালদ্বীপ সরকারের কোনও সম্পর্ক নেই। যে না যিনি পোস্ট করেছেন এটা তাঁর ব্যক্তিগত মত। মালদ্বীপ সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার বিশ্বাস করে, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। তবে তার ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে। এমনভাবে মতামত প্রকাশ করা উচিত যাতে ঘৃণা, নেতিবাচকতা না ছড়ায়।'

    প্রসঙ্গত, মোদীর লাক্ষাদ্বীপ সফর বিতর্ক সৃষ্টি করেছে মালদ্বীপের একজন মন্ত্রীসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মন্তব্য। মালদ্বীপের এক নেতা প্রধানমন্ত্রী মোদিকে 'পুতুল' বলে কটাক্ষ করেন। বিতর্ক তৈরি হওয়ার পর মাইক্রো ব্লগিং সাইট এক্স থেকে সেই বক্তব্য মুছে দেওয়া হয়। 

    শিউনা ছাড়াও, অন্য মন্ত্রী, জাহিদ রমিজ সহ মালদ্বীপের অন্যান্য কর্মকর্তারাও সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে উপহাস করেন। তারপরই মালদ্বীপ ন্যাশনাল পার্টিও তার সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে। 

     
  • Link to this news (Aajtak)