• Recruitment Scam: শিক্ষা দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ CBI-র, পার্থ সহ রয়েছে এক আমলার নামও!
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৪
  • রাজ্যের শিক্ষা দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আদালতে চারটি চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও আরও একটি আমলার নাম রয়েছে বলেও জানা গিয়েছে সিবিআই সূত্রে।অবশেষে শিক্ষা দুর্নীতি নিয়ে চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। এর আগে সিবিআইয়ের তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল। সোমবার আদালতে চারটি চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে। নবম-দশম, একাদশ - দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, চারটি চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাম রয়েছে বলে জানা গিয়েছে।রাজ্যের দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই। একাধিক তথ্য প্রমাণ মিলেছে নিয়োগ দুর্নীতির ব্যাপারে। দীর্ঘদিন ধরে তদন্ত চালানোর পর এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হন। এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গত ১৭ এপ্রিল গ্রেফতার হন তিনি। সেই বছরের ১৬ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। যদিও পরে তিনি জামিন পান। এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহাকেও গ্রেফতার করা হয়েছিল।নিয়োগ দুর্নীতি কাণ্ডে চুনোপুটি থেকে রাঘব বোয়াল অনেকেই গারদের ওপারে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়েছে সিবিআই। একাধিক আমলা এবং শিক্ষা দফতরের পদস্থদের প্রচুর পরিমাণ অর্থের বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ ওঠে। এই মামলায় নিচ থেকে উপর পর্যন্ত রাজ্যের শিক্ষা বিভাগের অনেকেই যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়। নিয়োগ দুর্নীতির মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারি চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছে। প্রসঙ্গত, এর আগে নবম-দশমের নিয়োগ সংক্রান্ত সেই মামলার চার্জশিটে নাম ছিল ১২ জনের। সেই তালিকায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)