• Mamata Banerjee News: 'আমরা যোগ্যদের ৬০ বছরেই বিদায় দিই না', নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৪
  • তৃণমূলে নবীন-প্রবীণ তর্ক নিয়ে টানাপোড়েনে সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক মহল। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সরকারি আমলাদের দেখিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '৬০ বছর হলেই বিদায় জানাতে হবে এতে রাজ্য সরকার বিশ্বাসী নয়। পরিবর্তে অবসরপ্রাপ্ত আমলাদের কাজে লাগাতে হবে।' মুখ্যমন্ত্রীর এই বার্তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে।বয়স নিয়ে এই বার্তা কি বিশেষ কোনও অর্থ বহন করে? কী বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এদিন গঙ্গাসাগরে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি রাজ্যের অর্থ উপদেষ্টা। উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনিও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবও এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা।এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যোগ্যদের ৬০ বছরে বিদাই দিই না। তাঁদের কাজকর্ম-অভিজ্ঞতাকে কাদে লাগাই।' তিনি মুখ্যসচিব বিপি গোপালিকাকে দেখিয়ে বলেন, 'একসঙ্গে তিন জন এখানে কাজ করছেন। তাঁদের মধ্যে দুই জন প্রাক্তন।'সরকারি আমলাদের অবসরের পর অনেক সময় তাঁদের নতুন কোনও দায়িত্ব যেমন উপদেষ্টা পদ দেওয়া হয়। তা নতুন নয়। কিন্তু, নবীন-প্রবীণ নিয়ে তৃণমূলে চর্চার মাঝে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য,সব পেশার মতো রাজনীতিতেও নির্দিষ্ট অবসরের বয়স থাকা উচিত বলে জানিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। যদিও দলের প্রবীণদের সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার একটি সভা থেকে বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে।৫ লাখের জীবনবিমা থেকে কর মুকুব, গঙ্গাসাগরে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছিল তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্ক। একদিকে কুণাল ঘোষের মন্তব্য, অন্যদিকে প্রবীণদের হয়ে ময়দানে নামেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়রা।রবিবার ফের ডায়মণ্ড হারবারে বার্ধক্য ভাতা কর্মসূচি অনুষ্ঠানে গিয়ে বলেন, 'যে কাজ এখন করতে পারি তা কি আমি ৭০ বছরে করতে পারব!’ অর্থাৎ তিনি তাঁর মন্তব্যে অনড় থেকেছেন। একদিকে যখন নবীন-প্রবীণ নিয়ে আলোচনা চলছে তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)