• 'ভোটের আগে গিমিক শো', রামমন্দির ইস্যুতে আক্রমণ মমতার
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৪
  • রামমন্দিরকে 'ভোটের আগের গিমিক শো' বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জয়নগরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রামমন্দির প্রসঙ্গে ফের একবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ধর্ম যাঁর যাঁর নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবার কথা বলে, একতার কথা বলে। আপানারা করছেন করুন না, কোর্টের আন্ডারে ভোটের আগে একটা গিমিক শো করবেন বলে, আমাদের কোনও আপত্তি নেই তো। তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূলের সরকার যতদিন থাকবে, আমি শপথ করে বলছি, মনে রাখবেন আমি কোনও দিন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, তফশিলি-আদিবাসীদের মধ্যে ভাগাভাগি করতে দেব না।'প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনে তৃণমূলনেত্রী বা দলের তরফে কেউ উপস্থিত থাকবেন কি না সেই নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিকমহলে। সূত্রের খবর, শেষ মুহূর্তে কোনও সিদ্ধান্ত পরিবর্তন না হলে, আগামী মাসের ২২ জনুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি। কিছুদিন আগে ঘনিষ্ঠমহলে অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশআশি দলের নেতা কুণাল ঘোষ এই বিষয়ে বলেছিলেন, 'আমরা রামকে পুজো করি, তাঁকে হৃদয়ে রাখি ও মন্দিরে পুজো করি। কিন্তু, বিজেপি রামকে নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করে, ভোটের জন্য ব্যবহার করে, ফলে ওদের কোনও ইভেন্ট সমর্থন করি না।'একইসঙ্গে এদিন সিএএ ও এনআরসি আন্দোলনের কথাও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রসঙ্গকে মমতা বলেন, 'ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবেন না, তাহলে এনআরসি-র নামে চিৎকার করবে, ক্যা ক্যা করে চিৎকার করবে। যাঁরা ভোটার লিস্টে নাম নেই, গিয়ে তুলুন।' প্রসঙ্গত, সম্প্রতি আবারও শিরোনামে এসেছে সিএএ ইস্যুু। দিন কয়েক আগেই রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত চ্যালেঞ্চের সুরে বলেন, 'মমতাদিদি আপনি চান অনুপ্রবেশ চলতে থাকুক, কিন্তু কান খুলে শুনে রাখুন শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই, আপনি কিচ্ছু করতে পারবেন না, সিএএ কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না।' পাশাপাশি কার্যত একই কথা শোনা আরও এক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মুখেও। তিনি বলেন 'রুল ফ্রেম হয়ে গেলেই সিএএ লাগু করব, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ভারতে সিএএ কার্যকর হয়ে যাবে।'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)