• Congress Declines Ram Mandir Invitation : 'ধর্ম যার যার তবে রাম মন্দির RSS-BJP-র ইভেন্ট!' আমন্ত্রণ ফেরাল কংগ্রেস
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৪
  • অবশেষে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ রাখা নিয়ে সিদ্ধান্ত নিল কংগ্রেস। বুধবার কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হল, অযোধ্যায় ২২ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবে না কংগ্রেস।কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, 'রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান একটি RSS এবং BJP-র ইভেন্টে পরিণত হচ্ছে। ফলে কোনওভাবেই এই অনুষ্ঠানে কংগ্রেসের কেউ যোগ দেবেন না।'উল্লেখ্য, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। তবে হাত শিবিরের পক্ষ থেকে জানানো হল, তাঁদের মধ্যে কেউই ২২ জানুয়ারির অনুষ্ঠানে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে দল।Congress Declines Ram Mandir Invitation : কংগ্রেসের অফিসিয়াল বিবৃতিএ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছেন। তাঁর কথায়, 'ভগবান রামকে এ দেশের কোটি কোটি মানুষ পুজো করেন। ধর্ম যার যার ব্যক্তিগত। কিন্তু, অযোধ্যার এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে BJP এবং RSS রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। ভোটে ফায়দা তুলতেই অর্ধেক নির্মিত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে। আমরা ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েছি এবং দেশের সকল রাম ভক্তদের ভাবাবেগের কথা মাথায় রেখেছি। তা সত্ত্বেও BJP এবং RSS-এর রাজনৈতিক ইভেন্টে পরিণত হওয়া এই প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।'এর আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবে না বাংলার শাসকদল। তাদের পক্ষ থেকেও এই অনুষ্ঠানকে BJP-র নির্বাচনী হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির ইস্যুকে BJP-র লোকসভা ভোটের আগে গিমিক বলে তীব্র আক্রমণ করেছেন।পাশাপাশি CPIM-এর পক্ষ থেকেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, 'ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। সংবিধান ধর্ম পালনের অধিকার দিয়েছে। কিন্তু, এই ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করছে BJP। জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে রাজনীতি করা হচ্ছে।'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)