• PM Modi : প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা! ৯ লাখ ৯ হাজার বার লিখেছেন ‘মোদী মোদী’, ভাইরাল আমেঠীর বৃদ্ধ
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৪
  • দেশে নরেন্দ্র মোদীর ভক্তের অভাব নেই। শুধু দেশ কেন, বিদেশেও প্রধানমন্ত্রীর ভক্তের ছড়াছড়ি। কিন্তু তাঁদের সবাইকে ছাপিয়ে গেলেন উত্তর প্রদেশের আমেঠীর বাসিন্দা শত্রুঘ্ন বারানওয়াল। মোদীর কাজে মুগ্ধ হয়ে এক মাসে ৯ লাখ ৯ হাজার বার ‘মোদী মোদী’ লিখছেন ৬৮ বছরের বৃদ্ধ। এ হেন মোদী ভক্তকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।আমেঠীর কোতোয়ালির বাবা বালক দাস কুটির এলাকার বাসিন্দা শত্রুঘ্ন-র খুব ইচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার। জীবনে একবার প্রধানমন্ত্রীকে স্পর্শ করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের উদ্বোধন। আম জনতার জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। রামমন্দির মোদীর নজরকাড়া কাজগুলির মধ্যে অন্যতম বলে মনে করছেন আমেঠীর বাসিন্দা। প্রধানমন্ত্রীর গৃহীত পরিকল্পনাগুলি তাঁকে মুগ্ধ করেছে বলেও জানিয়েছেন তিনি। গত ১০ বছরে দেশের উন্নতিতে নরেন্দ্র মোদী যা কাজ করেছেন, এই ধরনের কাজ এর আগে কেউ করতে পারেননি বলেও দাবি করেছেন শত্রুঘ্ন।আমেঠীর ৬৮ বছর বয়সী বাসিন্দা আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে তিনি খুব শ্রদ্ধা করেন। সেই সঙ্গে হয়েছেন মুগ্ধও। নমো তাঁর কাছে ভগবানের মতো বলে করেছেন দাবি। দেশ ও সমাজের জন্য প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারজন্য তিনি মোদীকে হৃদয় থেকে ভালোবাসেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ইচ্ছাপ্রকাশ করেছেন সাক্ষাতের।আমেঠীর মোদী ভক্তের এ হেন কাণ্ড নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সবার মুখে মুখে ফিরছে শত্রুঘ্ন বারানওয়ালের নাম। তবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন কীনা, তা কিন্তু জানা যায়নি।ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে ম্যানিয়া নতুন কিছু নয়। যেখানে তিনি গিয়েছেন, তাঁকে ঘিরে মানুষের উদ্দীপনার প্রমাণ মিলেছে বারবার। তা সে নির্বাচনী প্রচার হোক, কিংবা সরকারি অনু্ষ্ঠান। শিশুদের মধ্যে নমোর জনপ্রিয়তা সবেচেয়ে বেশি। আর একাধিকবার প্রধানমন্ত্রীকে দেখা গেছে শিশুদের সঙ্গে মিশে যেতে।তবে, মোদী ম্যানিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন মিলেছিল গত বছর প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সময়। আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা রাঘবেন্দ্র এতটাই নমো ভক্ত যে, নিজের গাড়িতে মোদীর নামে একটি নম্বরপ্লেট বসিয়েছিলেন। নম্বরপ্লেটে সংক্ষিপ্তভাবে লেখা ছিল ‘এন মোদী’। নম্বরপ্লেটের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)