• Ram Temple Inauguration: রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন না সোনিয়া-খাড়গে, আমন্ত্রণ প্রত্যাখ্যান কংগ্রেসের...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রামমন্দির উদ্বোধন যত এগিয়ে আসছে, জোরালো হচ্ছে প্রস্তুতি। একই সঙ্গে বাড়ছে একাধিক বিষয়ে জল্পনা। তার মধ্যে অন্যতম, উদ্বোধনের দিন কোন কোন হেভিওয়েট নেতা মন্ত্রী উপস্থিত হচ্ছেন সেখানে। বিরোধী দলের নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে বুধবার জানা গেল, কংগ্রেস প্রত্যাখ্যান করছে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণ। বুধবার হাত শিবির বিবৃতি দিয়ে জানিয়েছে, রামমন্দির উদ্বোধনকে বিজেপি এবং আরএসএস তাদের অনুষ্ঠান হিসেবে তুলে ধরছে এবং সেটিকে ব্যবহার করছে ভোটের জন্য। সেই কারণেই হাত শিবিরের নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর চৌধুরীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ২২ জানুয়ারির অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন কিনা সেই প্রশ্নের মাঝেই হাত শিবির ঘোষণা করল, যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁরা সেদিন উপস্থিত থাকবেন না। জয়রাম রমেশ দলের বিবৃতি পাঠ করেন, যার মর্ম, ধর্ম একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু আরএসএস, বিজেপি অযোধ্যার রামমন্দির উদ্বোধনকে একটি রাজনৈতিক বিষয় তৈরি করেছে। অসম্পূর্ণ মন্দির উদ্বোধন ভোটের জন্য বলেও উল্লেখ করেছে হাত শিবির।
  • Link to this news (আজকাল)