• CCPA: বিজ্ঞাপনে বিভ্রান্তি, কোচিং সেন্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা সিসিপিএ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করার জন্য ৩১টি কোচিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এদের মধ্যে ৯টি কোচিং ইনস্টিটিউটকে জরিমানা করা হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠান প্রার্থীদের পছন্দের কোর্স, তার মেয়াদ কাল এবং বেতন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছে। কোনওরকম সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ না করে এরা দাবি করেছে, যাঁরা ভর্তি হবেন তাঁদের ১০০ শতাংশই নির্বাচিত হয়ে সুনিশ্চিত চাকরির সুযোগ পাবেন।উল্লেখ্য সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি গতকাল তাদের প্রথম বৈঠকে এই সমস্ত কোচিং প্রতিষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন প্রস্তুত করেছে।এই সমস্ত নীতি নির্দেশিকা অনলাইন অথবা অফলাইন সমস্ত কোচিং প্রতিষ্ঠানের জন্য প্রযুক্ত হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলি সাফল্যের হার সম্পর্কে কোনওরকম মিথ্যা প্রচার করতে পারবে না। তারা এমন কোনও বিজ্ঞাপন দেবে না যাতে উপভোক্তারা বিভ্রান্ত হতে পারেন।
  • Link to this news (আজকাল)