• Sandeshkhali News : 'তল্লাশির আগে শাহজাহানের নম্বরে ফোন, রিসিভ করেও কেটে দেয়!' চাঞ্চল্যকর দাবি ED-র
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৪
  • সন্দেশখালিকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তাঁকে ফোন করেন দফতরের আধিকারিকদের, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রের খবর, এই বিষয়ে সংশ্লিষ্ট থানা ও জেলার পুলিশ সুপারকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতেও বিষয়টি তুলে ধরা হয়েছে।ইডির তরফে দাবি করা হয়েছে, শেখ শাহজাহানের ২টি নম্বর তাদের কাছে ছিল। শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে প্রথমে তাঁরা একটি নম্বরে ফোন করেন। সেটি লাগাতার ব্যস্ত ছিল। তারপর অপর একটি নম্বরে ফোন করেন ইডি আধিকারিকরা। সেই ফোনটি রিসিভ করা হয়। তবে যেই মাত্র ইডি আধিকারিকদের তরফে জানানো হয় যে তাঁরা রেশন দুর্নীতির তদন্তে এসেছেন, সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে কল কেটে দেওয়া হয়। আর তার কিছুক্ষণের মধ্যেই আধিকারিকদের ঘেরাও করে হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। অর্থাৎ ইডির তরফে প্রথম থেকে যে দাবি করা হচ্ছিল, যে পরিকল্পনা মাফিক চালানো হয়েছে হামলা, সেই বিষয়টিই আরও একবার লিখিতভাবে জানানো হল বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞদের কেউ কেউ।প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে নেমে গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। বাড়ির দরজার দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া পাওয়া যায়নি। এদিকে ইতিমধ্যেই ইডির উপস্থিতির খবর পেয়ে সেখানে শেখ শাহজাহানের অনুগামীরা দলে দলে ভিড় করেন। অভিযোগ, প্রথমে বচসা ও পরে ইডি আধিকারিকদের ওপরে হামলা চালান তাঁরা। হামলায় আহত হন ৩ ইডি আধিকারিক। তার মধ্যে একজনের আঘাত গুরুতর। মাথা ফেটে ঝরতে থাকে রক্ত। ভেঙে দেওয়া হয় ইডির গাড়ি। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন ইডির কর্তারা।এদিকে এই ঘটনায় পালটা ইডির বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে শোনা যায়। পুলিশের তরফে ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করার জন্য বুধবার বসিরহাটের ডিএসপি ও আরও ২ জন পুলিশকর্মী পৌঁছন সিজিও কমপ্লেক্সে। সঙ্গে ক্যামেরা নিয়ে ঢুকতে দেখা যায় আরও একজনকে। যদিও শেষ পর্যন্ত বয়ান রেকর্ড করা যায়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ইডিও। যদিও পুলিশ ঘটনায় অসহযোগিতা করছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের। আর এবার নতুন এই চাঞ্চল্যকর দাবি করা হল ইডির তরফে।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)