• Kannauj Perfume: রাম লালার জন্য প্রস্তুত কনৌজের বিশেষ সুগন্ধী
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাম লালার জন্য প্রস্তুত কনৌজের বিশেষ সুগন্ধী। রামমন্দির উদ্বোধনের আগে যা তুলে দেওয়া হবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে। বুধবার একথা জনিয়েছেন কনৌজ আতরস অ্যান্ড পারফিউম অ্যাসোসিয়েশনের সভাপতি পবন ত্রিবেদী। সুগন্ধী শিল্পের জন্য দেশে বিখ্যাত উত্তরপ্রদেশের কনৌজ। এবার সেখানকার সুগন্ধী প্রস্তুত কারকরা রামলালার জন্য প্রস্তুত করেছেন বিশেষ কিছু সুগন্ধী, যা ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পাঠানো হবে। পবন ত্রিবেদী বুধবার জানিয়েছেন, বিশেষ সুগন্ধীগুলি একটি রথে করে শহর পরিভ্রমণের পর সেগুলি অযোধ্যায় পাঠানো হবে। গোলাপ দিয়ে তৈরি করা হয়েছে গোলাপ জল। যা দিয়ে রামলালাকে স্নান করানো হবে। এরপর কনৌজের প্রসিদ্ধ আতর মাটি, আতর মতিয়া, রুহ গুলাব, চন্দনের তেল মেহেদি ব্যবহার করা হবে রামমন্দিরে। এছাড়া শীতের কথা মাথায় রেখে কনৌজের সুগন্ধী প্রস্তুতকারকরা বিশেষ আত্তার শামামা প্রস্তুত করেছেন। যা ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করবে। রামমন্দিরের উদ্বোধনের আগে এই মুহূর্তে তুঙ্গে প্রস্তুতি। হাতে সময় কম। একই সঙ্গে বাড়ছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী কেউই ২২ জানুয়ারির রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
  • Link to this news (আজকাল)