• Malbazar: জঙ্গল সাফারিতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৫ পর্যটক! কুয়াশাই কারণ?
    ২৪ ঘন্টা | ১১ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট গাড়িতে করে জঙ্গল সাফারিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জখম হলেন ৫ পর্যটক-সহ গাড়িচালক। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা ৩১ নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি দিঘিরপাড়-সংলগ্ন এলাকায়।

    দ্রুত গতিই কি দুর্ঘটনার কারণ? না, সম্ভবত কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জখম পর্যটকদের ও গাড়িচালককে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, তমলুক এলাকার ৫ জন পর্যটককে নিয়ে বৃহস্পতিবার সকালে মূর্তি এলাকার এক বেসরকারি রিসর্ট থেকে গাড়িটি লাটাগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বাতাবাড়ি দিঘিড়পার-সংলগ্ন এলাকার জাতীয় সড়কে দাঁড়ানো একটি ট্রাক্টরের সঙ্গে এর ধাক্কা লাগে। ধাক্কায় ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালক-সহ পাঁচ পর্যটক জখম হন। খবর পেয়ে মেটেলি থানার পুলিস এসে ট্রাক্টর ও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
  • Link to this news (২৪ ঘন্টা)