• WB Government Job Recruitment : পঞ্চায়েতে ৭ হাজারের বেশি পদে নিয়োগ! শীঘ্রই জারি বিজ্ঞপ্তি
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৪
  • ফের একবার বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। আর সেখানেই পঞ্চায়েতে ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পদগুলিতে নিয়োগ করা হবে।গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট দুটি পদে নিয়োগ করা হবে। সাত হাজার ২১৬ জনকে নিয়োগ করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া। তিনি জানান, রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। যেখান পঞ্চায়েত স্তরে শূন্যপদ আছে ছয় হাজার ৬৫২ এবং পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা ৫৬৪। স্বাভাবিকভাবেই রাজ্যে নিয়োগের ক্ষেত্রে বড়সড় একটি সম্ভাবনা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশে শীঘ্রই কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। আর এই মর্মে শীঘ্রই বেরোতে পারে বিজ্ঞপ্তি। পাশাপাশি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের তরফে।এদিন শশী পাঁজা বলেন, ' স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হবে। পাশাপাশি হাওড়ার জগদীশপুরে ৩.৬ একর জায়গার উপর নতুন একটি হোসিয়ারি পার্ক তৈরি করা হচ্ছে। সেখানে নতুন করে ১৫টি ইউনিট আসার কথা। এছাড়াও ৯.৯৪ একর জায়গা মৌজা পটকাটিয়া জলপাইগুড়ি জেলার লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করা হয়েছে। এবার সেখানে স্টার সিমেন্টের কারখানা হবে।'বস্তির নামকরণ আগেই উত্তরণ বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে একপ্রস্ত আলোচনা করা হয়। যেখানে বলা হয়, আর বস্তি বা উদ্বাস্তু কলোনী নাম থাকছে 'স্থায়ী ঠিকানা' রাজ্যের মন্ত্রি অরূপ বিশ্বাস বলেন, 'এখনও পর্যন্ত ৯৯ শতাংশ মানুষ পাট্টা পেয়েছেন। বাকি ১ শতাংশ মানুষ পারিবারিক কিছু সমস্যা থাকায় এখনও তা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য।' মোটের উপর এদিন মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানা গিয়েছে এমনই তথ্য।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)