• Mamata Banerjee News: 'বাংলা'-কে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবি, ফের রাজ্যের নাম বদল নিয়ে জোর সওয়াল মমতার
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৪
  • বৃহস্পতিবার বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নবান্নে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন বাংলা ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলা অনেক বিষয়ে বঞ্চিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে কোনও কোনও ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেয়। এখনও পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলি হল তামিল, সংস্কৃত, তেলুগু এবং কন্নড়, মালায়ালাম ও উড়িয়া। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। একটি গবেষণা মূলক তথ্য জোগাড় করেছি। যেখানে দেখা যাচ্ছে বাংলা ভাষার জন্ম এবং বিবর্তন হয়েছে গত প্রায় আড়াই হাজার বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের টিম তৈরি করে প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি। এতে দেখা যাচ্ছে বাংলার আগেই স্বীকৃতি পাওয়া উচিত ছিল।'মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমাদের ভাষা কেন স্বীকৃতি পাবে না! এই অপদার্থতা আমাদের আগের সরকার। তারা এই নিয়ে কোনও উদ্যোগ নেয়নি। এই স্বীকৃতি পেলে বাংলা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ভাষার একটা হয়ে উঠবে। কেন্দ্র এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিক। এই মর্মে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছি।'পাশাপাশি রাজ্যের নাম পরিবর্তন নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা দু'দুবার বিধানসভায় পাস করেছি। যা যা জানতে চেয়েছে জানিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নাম তারা দিচ্ছে না। বোম্বাই থেকে মুম্বই হয়েছে, আমাদের হবে না কেন! বাংলা রাজ্যটার নাম হলে অনেক সুবিধা হবে। এখন আর ভাগাভাগির জায়গা নেই। যেহেতু রাজ্যের নাম W দিয়ে শুরু তাই অনেক সময় বসে থাকতে হয়। আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি।’একইসঙ্গে গঙ্গাসাগর মেলাতে এই বছর ২৫০ কোটি টাকা খরচ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোন দিকে আমরা কম। আগের বারও ৮০ লাখের উপর মানুষ এসেছিল। এই বছর কুম্ভ নেই, তাই ভিড় এক কোটি ছাপিয়ে যাবে। কেন সেক্ষেত্রে গঙ্গাসাগর জাতীয় মেলার স্বীকৃতি পাবে নাও!’এদিন করোনা নিয়েও সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'সকলে সাবধানে থাকুন। ভয় পাওয়ার কিছু নেই। যাঁরা পারবেন মাস্ক ব্যবহার করুন। ঘিঞ্জি এলাকাতে গেলে মাস্ক পরুন।’রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)