• West Bengal Government : ভূমি দফতরের ৩৮৮ কর্তার বদলির নির্দেশে আচমকা স্থগিতাদেশ নবান্নের, জোর জল্পনা
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৪
  • ভূমি ও ভূমি সংস্কার দফতরের একগুচ্ছ অফিসারের নিয়োগের বদলিতে স্থগিতাদেশ রাজ্য সরকারের। ১১ জানুয়ারি তাঁদের বদলির সিদ্ধান্ত হলেও পরে সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল নবান্ন। আগামী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের একগুচ্ছ অফিসারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভূমি ও ভূমি সংস্কার দফতরের ৯ জন ডেপুটি ডিরেক্টর, ১৯৯ জন ডেপুটি ডিরেক্টর এবং ১৮০ জন ল্যান্ড রেভিনিউ অফিসারের বদলির নোটিশ জারি করা হয়েছিল। সেই ৩৮৮ জন অফিসারের বদলির নির্দেশ আপাতত রদ করা হল বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।আলিপুরদুয়ার থেকে থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত সারা রাজ্যের মোট ৩৮৮ জন আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাঁরা ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে ছিলেন তাঁদের আগামী ২৪ জানুয়ারির মধ্যে রিলিজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।Government Notice১১ জানুয়ারি থেকেই এই বদলির প্রক্রিয়া কার্যকর করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। রাজভবন থেকে তাঁর অনুমোদন এসে গিয়েছিল। তবে আপাতত সেই বদলির সিদ্ধান্ত রদ করা হচ্ছে। নতুন একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত তাঁদের বদলির সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। নতুন বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে। তবে কেন বদলির সিদ্ধান্ত রদ করা হল সে ব্যাপারে নবান্নের তরফে কিছু জানানো হয়নি।সাধারণ, ভোটে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি আমলাদের বদলির নিয়ম বহুদিনের। লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে সরকারি আমলাদের বদলি নীতি রয়েছে। যে সব আধিকারিকরা ভোট পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য হয় প্রতিবারেই। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, একই পদে যদি ৩ বছরের জন্য কোনও সরকারি আমলা থাকেন, তাহলে আগামী তাঁদেরকে বদলি করতে হবে। নির্বাচনের কারণে ইতিমধ্যে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানুয়ারি মাসের মধ্যে সেক্টর অফিসারের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তাঁদের ট্রেনিংয়ের কাজেও শুরু করে দেওয়া হবে। ১৫ মার্চের মধ্যে তাঁদের ট্রেনিং প্রক্রিয়া শেষ করার জন্যেও বলে দেওয়া হয়েছে।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)