• রামমন্দিরে ভিআইপি দর্শনের নামে জালিয়াতি, সতর্ক করল ভিএইচপি
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৪
  • নয়াদিল্লি: রামমন্দিরের নামেও ‘জালিয়াতি’! অযোধ্যায় মন্দির দর্শনে ভিআইপি সুবিধার টোপ দিয়ে লোক ঠকানোর ফাঁদ পেয়েছে প্রতারকরা। অনেকের অ্যান্ড্রয়েড ফোনেই অচেনা নম্বর থেকে মেসেজ আসছে— ‘রাম জন্মভূমি গৃহসম্পর্ক অভিযান ডট এপিকে’ ফাইলটি ডাউনলোড করতে। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ভুগতে হবে। এভাবেই রাম ভক্তদের সতর্ক করে দিয়েছে খোদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল বলেছেন, ‘সবাই সতর্ক থাকুন। রামলালার ভিআইপি দর্শনের নামে প্রতারণার জাল ছড়ানো হয়েছে। এই জালিয়াতির ফাঁদে পা দেবেন না। এর সঙ্গে সরকার বা মন্দির কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই।’ এই ধরনের বার্তা পেলে সঙ্গে সঙ্গে পুলিসকে জানানোর আর্জিও জানানো হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় আনুষ্ঠানিকভাবে রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে ইতিমধ্যেই সাজ সাজ রব যোগী রাজ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অতিথি ও অভ্যাগতরা। পরের দিন থেকেই রামমন্দিরে প্রবেশের সুযোগ পাবেন সাধারণ মানুষ। সেই সুযোগ কাজে লাগিয়েই পাতা হয়েছে দুর্নীতির ফাঁদ।
  • Link to this news (বর্তমান)