• মোদির শাসনে আরও বাড়ল বেকারত্বের হার
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৪
  • নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে ‘মন্দির রাজনীতি’তে ব্যস্ত মোদি সরকার। অথচ, প্রধানমন্ত্রীর বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি চড়কের গাছে! দেশের যুব সমাজে (২০ থেকে ৩৪ বছর বয়সসীমা) বেকারত্বের জ্বালা বেড়েই চলেছে। বিশেষ করে বেহাল গ্রামীণ কর্মসংস্থান। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সর্বশেষ তথ্য সেই ইঙ্গিতই দিচ্ছে। শুধু কর্মসংস্থান নয়, ২০২৫ সালের মধ্যে মোদির পাঁচ লক্ষ কোটি ডলার অর্থনীতির প্রতিশ্রুতিও সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে। এবং এই সার সত্য কার্যত স্বীকার করে নিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাও আবার খোদ মোদির রাজ্যে ভাইব্র্যান্ট গুজরাতের মঞ্চে। বুধবার তিনি বলেন, সম্ভবত ২০২৭-২৮ সাল নাগাদ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। ওই সময় আমাদের ডিজিপি পাঁচ লক্ষ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অর্থাৎ, এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ২০২৫ সালের প্রতিশ্রুতি যে দিবাস্বপ্নে পরিণত হচ্ছে, তা অর্থমন্ত্রীর কথাতেই স্পষ্ট। অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে মোদির এই প্রতিশ্রুতিভঙ্গকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের ঠেস, মোদি সরকারের ১০ বছরের শাসনে ‘চাকরির দুর্ভিক্ষ’ ভয়াবহ আকার নিয়েছে। বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। সরব তৃণমূলও। দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বিজেপি সরকারের ভ্রান্ত আর্থিক নীতির মাশুল গুণতে হচ্ছে দেশের কোটি কোটি বেকারকে। তরুণ, মহিলা ও গ্রামীণ ভারত, বেকারত্ব-দৈত্যের গ্রাস থেকে রেহাই নেই কারও।

    সিএমআইই-এর সর্বশেষ তথ্যে বেকারত্বের ভয়াবহ ছবিই সামনে আসছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে ২০ থেকে ২৪ বছর বয়সি জনগোষ্ঠীতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪৪.৪৯ শতাংশ। এর ঠিক আগের তিনমাসে এই হার ছিল ৪৩.৬৫ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৫ থেকে ২৯ বছর বয়সিদের বেকারত্ব ১৩.৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪.৩৩ শতাংশ। এই বয়সগোষ্ঠীতে বেকারত্বের হার গত ১৪টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ। একইভাবে, ৩০ থেকে ৩৪ বছর বয়সিদের বেকারত্বের হার ১০টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে। আগের তিন মাসের তুলনায় অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই বয়সগোষ্ঠীর বেকারত্বের হার ২.০৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.৪৯ শতাংশ।
  • Link to this news (বর্তমান)