• স্পিকারের সিদ্ধান্ত লিখে দিয়েছেন ‘দিল্লির প্রভু’রা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৪
  • মুম্বই: শিবসেনা বনাম শিবসেনা ইস্যুতে একদিন আগেই রায় ঘোষণা করেছেন মহারাষ্ট্রের স্পিকার রাহুল নারওয়েকর। মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘আসল শিবসেনা’ বলে ঘোষণা করেছেন তিনি। এই অবস্থায় বৃহস্পতিবার বিধানসভার স্পিকার ও বিজেপিকে একযোগে তুলোধোনা করল শিবসেনার উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবির। উদ্ধব গোষ্ঠী পরিচালিত দলীয় মুখপত্র ‘সামানা’য় এদিন লেখা হয়েছে, ‘একদল চোর’কে স্বীকৃতি দিয়ে সংবিধানকে পদদলিত করা হয়েছে। এর নেপথ্যে যাঁরা রয়েছেন, রাজ্যের মানুষ তাঁদের ক্ষমা করবে না। দিল্লির প্রভুদের লিখে দেওয়া সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। পৃথকভাবে সাংবাদিক বৈঠক করেও এদিন তোপ দেগেছেন উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত। বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের দায়িত্ব দিয়েছিল স্পিকার নারওয়েকরকে। কিন্তু তিনি একনাথ সিন্ধের আইনজীবীর ভূমিকা পালন করেছেন। কাজ করেছেন বিজেপি কর্মী হিসেবে।’ 

    মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের গোষ্ঠীকে স্পিকার ‘আসল শিবসেনা’র স্বীকৃতি দেওয়ার পর বুধবারই উদ্ধব শিবির জানায়, তারা সুপ্রিম কোর্টে যাবে। এদিন সাংবাদিক বৈঠকে রাউতও জানান, স্পিকারের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। পাশাপাশি ‘সামানা’য় লেখা হয়েছে, স্পিকারের সিদ্ধান্তে অবাক হওয়ার কিছুই নেই। কারণ স্পিকার কী নির্দেশ দেবেন, তা নিয়ে সিদ্ধান্ত আগে থেকেই পাকা হয়ে গিয়েছিল। ওই রায় লিখে দিয়েছেন তাঁর ‘দিল্লির প্রভু’রা। বালাসাহেব থ্যাকারের শিবসেনাকে ‘বিশ্বাসঘাতক’দের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)