• ১ বছরে ১ হাজার ১১৩ জন প্রবীণের বাড়ি গিয়ে বই পড়ে শোনালেন ছাত্রছাত্রীরা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাধ্যর্কজনিত কারণে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বইমেলায় এসে বই কিনতে-পড়তে পারেন না। বই পড়ার ইচ্ছা সত্ত্বেও তাঁদের ইচ্ছাপূরণ হয় না। উলুবেড়িয়ার সেই সব প্রবীনদের বই পড়ার ইচ্ছাপূরন করতে গতবছর উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। ৩৪ তম বইমেলার মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, উলুবেড়িয়া কলেজের ছাত্রছাত্রীরা এই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর কথা বলে পচ্ছন্দমত বই সংগ্রহ করে বাড়িতে পৌঁছে যাবেন। গিয়ে বই পড়ে শুনিয়ে আসবেন।

    মন্ত্রীর ঘোষণার পর একবছর ধরে ছাত্রছাত্রীরা এক হাজার ১১৩ জনের বাড়িতে গিয়ে গল্পের বই ও উপন্যাস পড়ে শুনিয়ে এসেছেন। সূত্রের খবর এই বছরও একইভাবে প্রবীণদের বাড়িতে গিয়ে বই পড়িয়ে শুনিয়ে আসার পরিকল্পনা করেছে উলুবেড়িয়া কলেজ। কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘প্রবীণদের মধ্যে এই নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এই কাজ করেছে।’ আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পৃষ্ঠপোষকতায় উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে শুরু হচ্ছে উলুবেড়িয়া বই মেলা। কমিটি সূত্রে খবর, ১৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)