• প্রাথমিকে ২৬৯ শিক্ষক নিয়োগ মামলা: ২ সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে শুনানি
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছিল। এরপরেই এই শিক্ষকরা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল। এই মামলার শুনানি হতে চলেছে দুই সপ্তাহ পরে, শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট তদন্ত রিপোর্ট দেখবে এই মামলায়।উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এই TET পরীক্ষায় চাকরি পাওয়া ২৬৯ জনকে অতিরিক্ত এক নম্বর করে দেওয়া হয়েছিল। কেন এই অতিরিক্ত এক নম্বর দেওয়া হল তার কারণ স্পষ্ট করতে পারেনি পর্ষদ। এই বিষয়ে স্পষ্ট কোনও নথিও সেভাবে জমা দেওয়া হয়নি। আর এরপরেই ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তীতে সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল গত বছর ১৮ অক্টোবর। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মামলাকারীদের পার্টি হিসেবে যুক্ত করতে হবে যাতে সর্বোচ্চ আদালতের বক্তব্য তারাও জানতে পারে।কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অবশ্য দু'বার তাঁদের চাকরি খারিজ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু, তাঁদের মধ্যে ১৯৯ জন প্রাথমিক শিক্ষক এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল।মামলাকারীদের আইনজীবীর দাবি ছিল, ২০১৫ সালে যে TET পরীক্ষা হয় সেখানে পর্ষদের একটি প্রশ্নের উত্তরে ভুল ছিল। আর যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে এক নম্বর করে দেওয়া হয়। এই নম্বর পাওয়ার জন্য আবেদন করেছিলেন ২৭৮৭ জন। তাঁদের মধ্যে ২৭৩ জনের শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রি ছিল। বাকিদের প্রশিক্ষণের কোনও ডিগ্রি ছিল না।উল্লেখ্য, ২০২২ সালে ১৩ জুন ২৬৯ জন প্রাথমিক শিক্ষকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষকদের একাংশ। যদিও ডিভিশন বেঞ্চেও সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ওই শিক্ষকরা।এই মামলার শুনানি হতে চলেছে আগামী দুই সপ্তাহ পরে। আগামী দুই সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে এই মামলা কোন দিকে মোড় নেয়, সব নজর সেই দিকে।প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলা প্রতিদিনই নয়া মোড় নিচ্ছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)