• Narendra Modi Kalaram Temple Video : 'তপস্যা'-র প্রথম দিন ন্যাতা-বালতি হাতে মন্দির সাফাই মোদীর, দেখুন ভিডিয়ো
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • ১১ দিনের বিশেষ 'তপস্যা' কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই ইউটিউবে একটি অডিয়ো বার্তা দিয়ে তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেন। অন্তরে আধ্যত্মিক চেতনা জাগ্রত করার প্রয়াস শুরু করলেন মোদী। প্রথমদিন তাঁকে জঞ্জাল সাফাই করতে দেখা গেল। নিজে হাতে ন্যাতা-বালতি নিয়ে পরিষ্কার করলেন মহারাষ্ট্রের কলারাম মন্দির প্রাঙ্গণ।আগেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আর্জি রেখেছিলেন, রাম মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য বিশেষভাবে স্বচ্ছতা অভিযানে নামার অনুরোধ করেন রাম ভক্তদের। সেই মতো শুক্রবার তাঁর 'তপস্যা' কর্মসূচির শুরুতেই নিজে নেমে পড়লেন জঞ্জাল সাফাই অভিযানে।নাসিকের কলারাম মন্দিরে তিনি মারাঠি সন্ত একনাথের ভবার্থ রামায়ন গাঁথা শোনে। তারপর সেই মন্দিরেই ঝাঁটা, বালতি এবং ন্যাতা নিয়ে মুছতে শুরু করেন মন্দির প্রাঙ্গণ। খালি পায়ে প্রধানমন্ত্রীর এই সাফাই অভিযানের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)