• অস্ত্রোপচারের মাঝে বুকে যন্ত্রণা! অপারেশন টেবিলেই লুটিয়ে পড়লেন ডাক্তার, তারপর...
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • পর পর দুই হার্ট অ্যাটাকের ঘটনায় হতবাক নয়ডা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের BCA চূড়ান্ত বর্ষের ছাত্র ২২ বছরের ময়ঙ্কের। ঘটনাটি ঘটে গত ৭ জানুয়ারি। অন্যদিকে, অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করতে করতেই কার্ডিয়াক অ্যারেস্ট খোদ এক চিকিৎসকের।জানা গিয়েছে, অস্ত্রোপচার করাকালীন আচমকাই বুকে অসম্ভব যন্ত্রণা অনুভব করেন এক আই স্পেশ্যালিস্ট সার্জেন। দর দর করে ঘামতে শুরু করেন তিনি। মাঝপথে অপারেশন থামিয়ে ওই চিকিৎসককে সংশ্লিষ্ট হাসপাতালেরই ICU-তে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল চেক আপে দেখা যায় তাঁর একটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। সঙ্গে সঙ্গে ঝুঁকি এড়াতে তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়। আই সার্জেন ডা. যতেন্দ্র কুমার কে সে যাত্রায় বাঁচিয়ে দেয় হাসপাতালের অন্য চিকিৎসকদের দ্রুত নেওয়া পদক্ষেপ।এই ঘটনাটি ঘটে নয়ডার সেক্টর-৩৯ এলাকার জেলা হাসপাতালে। একজন রোগীর চোখের অপরেশন করছিলেন ওই চিকিৎসক। অপারেশন থিয়েটারে তাঁর সঙ্গেই উপস্থিত ছিল বাকি টিম। অস্ত্রোপচারের মাঝেই এমন ঘটনায় সকলেই চমকে ওঠেন। দ্রুত তাঁকে এমারজেন্সিতে ICU ওয়ার্ডে শিফট করানো হয় ৪২ বছরের এই সার্জেনকে। জানা গিয়েছে, তিনি একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে কোভিড টিকার দু'টি ডোজই নিয়েছিলেন।এদিকে, গত ৭ জানুয়ারি আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেন গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ২২ বছরের ছাত্র ময়ঙ্ক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দাদরি পুলিশ স্টেশনের SP প্রবীণ পাওয়ার বলেন, 'ময়ঙ্গ গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত। ৭ জানুয়ারি আচমকাই সে অজ্ঞান হয়ে যায়। সহপাঠীরা সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি।' শোতস্তব্ধ ময়ঙ্কের পরিবার। এমন তরতাজা সুস্থ ছেলের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় হতবাক সকলেই। পুলিশ আধিকারিক জানান, ময়ঙ্কের পরিবারের দাবি, ওর কোনও শারীরিক জটিলতা ছিল না। তিন মাস আগেই তাঁর রুটিন মেডিক্যাল চেক আপ হয়েছিল। সে সময় সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছিল। করোনা টিকার দু'টি ডোজও নিয়েছিলেন তিনি।ফর্টিস হাসপাতালের ডায়রেক্টর এবং কার্ডিওলজি বিভাগের HOD ডা. সঞ্জীব গেরা বলেন, 'হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় উপসর্গ হল বুকে যন্ত্রণা এবং শরীর আনচান করা। ঘাড়ে, পীঠে, পেটেও যন্ত্রণা অনুভূত হয়। কয়েক মিনিট পর্যন্ত চলতে পারে এই ব্যথা। হার্টবিট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাথা ঘুরতে শুরু করে। শরীরে অক্সিজেনের অভাব তৈরি হয়। এই সংকেতগুলোই বুঝিয়ে দেয় কোনও ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)