• Atal Setu : ২০ মিনিটে হুশ করে পাড়ি ২১ কিলোমিটার! দেশের দীর্ঘতম অটল সেতু তৈরির খরচ জানেন?
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • মহারাষ্ট্রের মুকুটে নতুন পালক। শুক্রবার খুলে দেওয়া হচ্ছে অটল সেতু। সমুদ্রের উপর নির্মীয়মান সেতুটি ২১ কিলোমিটার লম্বা। দেশের দীর্ঘতম সেতুর মর্যাদা পেয়েছে অটল সেতু। দীর্ঘ এই সেতু তৈরির ফলে মুম্বই এবং নবি মুম্বইয়ের মধ্যে দূরত্ব অনেক কমল। সমুদ্রের উপর নির্মিত ৬ লেনের সেতুটি তৈরি হওয়ায় সুবিধা হল সাধারণ মানুষের। ২১ কিলোমিটার এই পথ যেতে লাগবে মাত্র ২০ মিনিট।বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বই এবং নবি মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র।আজ অর্থাৎ ১২ জানুয়ারি সেতুটি খুলে দেওয়া হবে আমজনতার জন্য। অটল সেতু নির্মাণে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা।৬ লেনের সেতুটি প্রায় ২১.৮ কিলোমিটার লম্বা। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ সমুদ্রের উপর। দেশের দীর্ঘতম সেতুর মর্যাদা পেয়েছে মহারাষ্ট্রের অটল সেতু। সেতুটি তৈরি হওয়ার ফলে শুধু দূরত্ব কমলই না, সেই সঙ্গে নবি মুম্বই এবং মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করল। এরই পাশাপাশি যুক্ত করল মুম্বই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দরকে। মুম্বই থেকে পুনে, গোয়া কিংবা দক্ষিণ ভারত ভ্রমণেরও কমবে সময়।অটল সেতু নির্মাণে ১ লাখ ৭৭ হাজার ৯০৩ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৫ লাখ ৪ হাজার ২৫৩ মেট্রিক টন। প্রতিদিন ৭০ হাজারের বেশি যানবাহনের ভার বহন করতে পারবে এই সেতুটি। ১০০ বছরের মধ্যে সেতুতি ক্ষতির সম্ভাবনা কম বলে দাবি করেছেন সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ররা।তবে, সেতুটিতে বাইক, অটোরিকশা এবং ট্র্যাক্টর চলাচলে অনুমতি দেওয়া হবে না। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেশি স্পিডে গাড়ি চালানোর উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সেতুর শোভা বৃদ্ধি করতে স্থাপন করা বাতিস্তম্ভগুলি বিশেষ প্রযুক্তিতে তৈরি। ঝড়ের গতিবেগ যাতে সহ্য করতে পারে, তারজন্য বিশেষ ডিজাইন করা হয়েছে।বজ্রপাতের হাত থেকেও যাতে রক্ষা করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ২০১৮ সালে অটল সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। সেতুটি তৈরিতে নিযুক্ত ছিলেন মোট ৫ হাজার ৪০৩ জন শ্রমিক। প্রকল্পের কাজ চলাকালীন ৭ জন শ্রমিকের মৃত্যু হয়।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)