• Kolkata Metro Underwater : গঙ্গার নীচে সুসজ্জিত পথে কত সময়ে গন্তব্যে পৌঁছবে মেট্রো? জানাল কর্তৃপক্ষ, দেখুন ভিডিয়ো
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • পাতাল থেকে প্রবেশ করলেন জলের তলায়। হগলি নদীর তলদেশের বুক চিড়ে এগিয়ে চলেছে মেট্রো। যে মুহূর্তে জলের নিচে প্রবেশ করবে মেট্রোটি, এক মায়াবী জগৎ ভেসে উঠবে আপনার চোখের সামনে। নীল-বেগুনি আলোয় মোড়া চারিদিক মেট্রোর যাত্রীদের শিহরণ জাগিয়ে তুলবেই। মায়াবী এই মেট্রো পথের অভিজ্ঞতা পাবেন কতক্ষণ? জানালো মেট্রো কর্তৃপক্ষ।?আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই নদীর তলদেশ দিয়ে এমাথা থেকে ওমাথা ছুটে চলবে মেট্রো। দেশের মধ্যে অন্যতম আকর্ষণীয় এই মেট্রো যাত্রাপথ নির্মাণের প্রস্তুতি তুঙ্গে। বিশেষ এই যাত্রাপথকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ কিছু ব্যবস্থা রাখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমাথা থেকে ওমাথা সর্বমোট দূরত্ব ৫২০ মিটার। মেট্রোয় এই পথ পার হতে সময় লাগবে ঘড়ি ধরে ৪৫ সেকেন্ড। যে যাত্রা পথটুকু মনে রাখার মতো করে তুলতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।ইতিমধ্যে মেট্রোর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিয়ম মায়াবী আলোয় মুড়ে দেওয়া হয়েছে এই যাত্রাপথ। তবে এখানেই শেষ নয়! জলের নিচে যাত্রাপথের আবহ তৈরি করতে বিশেষ লাইট সহযোগে মাছের কিছু প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। যেখানে মেট্রোর যাত্রীরা তাঁদের রেকের দুইপাশে সেগুলিকে খেলে বেড়াতে দেখবেন।মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'এই যাত্রাপথকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। হুগলি নদীর নিচে দিয়ে এই অংশটি ঘন নীল আলোয় আমরা সজ্জিত করেছি। এই অংশের মধ্যে যাওয়ার সময় যাত্রীদের মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারপাশে খেলে বেড়াবে বড় বড় মাছ। সমস্তটাই আলো দিয়ে সাজানো হবে।' তবে জলের নিচের আবহ তৈরি করার জন্য মেট্রোর ভেতরে বেশ কিছু সাউন্ডের ব্যাবহার করা হবে।হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশনে ঢোকার মাঝে গঙ্গার নিচের ৫২০ মিটার অংশ মধ্যেই রয়েছে এই মায়াবী পথ। মূলত, মেট্রো লাইনে সাদা আলো ব্যবহার করা হয়ে থাকলেও পশ্চিম দিকের হাওড়ার ডিআরএম ভবন সংলগ্ন অংশ থেকে পূর্ব দিকের স্ট্র্যান্ড রোড পর্যন্ত অংশের জোড়া সুড়ঙ্গের ভেতর ওই নীল রঙের আলো বসেছে। ইতিমধ্যে মেট্রোর ট্রায়াল রান হয়ে গিয়েছে। আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই চূড়ান্ত এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবেন তিলোত্তমাবাসী।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)