• পান্নুনকে 'হত্যার চেষ্টা' মামলায় এখনই প্রমাণ পেশে নারাজ US
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করুক ইউএস প্রশাসন, এই দাবি নিয়ে নিউ ইয়র্ক সিটি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিখিল গুপ্তা। খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত নিখিলের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে ইউএস প্রশাসন জানিয়ে দিল, চেক রিপাবলিকের জেল থেকে নিউ ইয়র্কে প্রত্যর্পণের পরই নিখিল সংক্রান্ত তথ্যপ্রমাণ প্রকাশ করবে তারা।তাৎপর্যপূর্ণ ভাবে, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতীয় যোগ রয়েছে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করার পর ভারত তথ্যপ্রমাণই চেয়েছিল। ট্রুডোর দাবি ছিল— পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই কথা বলছেন তিনি, সময়মতো তা প্রকাশ করবেন। কিন্তু ভারত তাতে খুব একটা সন্তুষ্ট হয়নি। উল্টে ট্রুডোর এই মন্তব্যের প্রেক্ষিতে ভারত-ক্যানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকে।এখন ভারতীয় নিখিল গুপ্তার কেসে আমেরিকাও তথ্যপ্রমাণ দিতে অস্বীকার করল। এ ক্ষেত্রে অবশ্য ভারতীয় প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ৫২ বছরের নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, এক ভারতীয় সরকারি আধিকারিকের সঙ্গে ষড়যন্ত্র করে আমেরিকার মাটিতে পান্নুনকে খুনের ছক কষেছিলেন তিনি। একজন ‘হিটম্যান’কে ভাড়াও করেন। ঘটনাচক্রে সেই ‘হিটম্যান’ ছিলেন ইউএস ফেডারেল এজেন্টের আন্ডারকভার এজেন্ট।তাঁর থেকেই মার্কিন গোয়েন্দারা পুরো বিষয়টা জানতে পেরে খুনের ছক বানচাল করেন। নিখিলের বিরুদ্ধে শুরু হয় মামলা। পান্নুনকে খুনের ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসার পরই চেক রিপাবলিকে গ্রেপ্তার হন নিখিল, সেখানের জেলেই রয়েছেন তিনি। প্রাগের কোর্ট তাঁকে ইউএসে প্রত্যর্পণের প্রাথমিক ছাড়পত্র দিয়েছে, তবে বিষয়টা চূড়ান্ত হতে এখনও অনেক ধাপ বাকি বলে জানিয়েছেন নিখিলের আইনজীবী।গত সপ্তাহে নিখিলের লিগাল টিম নিউ ইয়র্ক কোর্টে জানিয়েছিল, তাঁদের মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেশ করেনি ইউএস ফেডারেল প্রসিকিউটর, শুধুমাত্র খুনের চেষ্টার অভিযোগ তুলেছে। এই চার্জের সমর্থনে তথ্যপ্রমাণ পেশ করা হোক। ফেডারেল গভর্নমেন্টকে জবাব দেওয়ার জন্য তিন দিন সময় দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ ভিক্টর মারেরো। তৃতীয় দিনে ইউএস প্রশাসনের তরফে কোর্টে বলা হয়, ‘অভিযুক্ত নিউ ইয়র্কের কোর্টে হাজিরা দিলেই আমরা তথ্যপ্রমাণ জমা দিতে প্রস্তুত। তার আগে নিখিল গুপ্তা এই তথ্যপ্রমাণ পাওয়ার হকদার নন।’প্রসঙ্গত, নিখিল দোষী সাব্যস্ত হলে তাঁর ২০ বছরের জেল হতে পারে। নিখিলকে প্রাগের জেলে জোর করে বিফ, পর্ক খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে গত সপ্তাহে ভারতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নিখিলের পরিবার। তাদের বক্তব্য ছিল, নিখিলকে আমেরিকায় প্রত্যর্পণের ব্যাপারে হস্তক্ষেপ করুক ভারত সরকার, কিন্তু শীর্ষ কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠার পর মুখ খুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর বক্তব্য ছিল, ‘আমাদের কোনও নাগরিক ভালো বা খারাপ, যাই করুন, আমরা বিষয়টা খতিয়ে দেখব। ইন্দো-মার্কিন সম্পর্ক কোনও ছোটখাটো ঘটনায় নষ্ট হতে পারে না।’ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি দাবি করেছেন, ক্যানাডার মতো আমেরিকা বাক্‌স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসের পক্ষে যুক্তি সাজায় না, তাই তাদের তদন্তে ভারত সাহায্য করতে প্রস্তুত।তবে, ক্যানাডা খালিস্তানি প্রশ্নে অশান্তির পর পর এখন দু’দেশের সম্পর্ক উন্নয়নে উৎসাহী। ভারতে নিযুক্ত ক্যানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাকে বৃহস্পতিবার ইন্দো-ক্যানাডা বিজনেস সংক্রান্ত একটি সেমিনারে বলেন, ‘গত কয়েক মাসে আমাদের দুই দেশের মধ্যে কিছু অশান্তি হয়েছে। এটা লুকোনোর জায়গা নেই। কিন্তু এখানের নেতৃত্ব এবং বিজনেস কমিউনিটির দৃষ্টিভঙ্গি দেখে আমি মুগ্ধ। দু’দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ আরও বাড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। প্রশাসনকে কূটনীতি করতে দিন, ক্যানাডা আর ভারতের স্ট্যাস্ট্রেজিক সম্পর্ক যেন খারাপ না হয়।’রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)