• ঠান্ডায় কাঁপছে পাকিস্তান! নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ৩৬ শিশুর
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • ঠান্ডায় কাঁপছে পাকিস্তান। এর জেরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলে সকালের প্রার্থনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পঞ্জাব প্রদেশ প্রশাসন। সংক্রমণ রুখতে জারি করা হয়েছে নির্দেশিকা।এক পাক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরে শীতের কামড় বৃদ্ধি পেয়েছে দেশটিতে। সবচেয়ে বেশি ঠান্ডা রেকর্ড করা হয়েছে পাক পঞ্জাব প্রদেশে। ঠান্ডায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে নিউমোনিয়া সংক্রমণ। বর্তমানে ৮০ শতাংশ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত পঞ্জাব প্রদেশে ৩৬ জন নিউমোনিয়ায় আক্রান্তের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।নিউমোনিয়ায় শিশু মৃ্ত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। সকালের স্কুলগুলিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত প্রার্থনা সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পঞ্জাব প্রশাসন ঠান্ডার জন্য স্কুল বন্ধের চিন্তাভাবনা শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগ, ঠান্ডার জন্য পঞ্জাব প্রদেশের নার্সারি এবং প্লে স্কুলগুলি আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল প্রশাসন। পরিস্থিতি যা, তাতে এর মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। সরকার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, গত বছর পাক পঞ্জাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯৯০ জন শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনার যাতে রিপ্লে না হয়, তারজন্য এই সিদ্ধান্ত।এদিকে, শিশুদের মধ্যে নিউমোনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পাক পঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন নকভি। তিনি জানিয়েছেন, প্রতি ১০ জন শিশুর মধ্যে ৮ জনই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে যারা আক্রান্ত হয়েছে, তাদের স্কুলে না পাঠানোর জন্য পরিবারের কাছে জানিয়েছেন আবেদন।সংক্রমণ নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিদের সঙ্গে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একপ্রস্থ আলোচনা করেছেন বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে সংক্রমণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছেন নির্দেশ।নিউমোনিয়া সংক্রমণে লাগাম টানতে নতুন নির্দেশিকা জারি করেছে পঞ্জাব প্রদেশের প্রশাসন। শিশুদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে খাওয়ার আগে হাত ধোয়া এবং গরম কাপড় পরার জন্য দেওয়া হয়েছে পরামর্শ।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)