• শাড়ি পরে মদিনার মসজিদে প্রবেশে করে মুসলিম ধর্মগুরুদের রোষে স্মৃতি, যোগ্য জবাব পাক লেখকের
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • কয়েক দিন আগে সৌদি আরব সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সফরের সময় ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনা গিয়েছিলেন। তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় করেছিলেন পোস্ট। স্মৃতির মদিনা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এক মুসলিম ধর্মগুরু। তার উপযুক্ত জবাবও দিয়েছেন কানাডার বাসিন্দা এক পাক বংশোদ্ভুত লেখক।সম্প্রতি মদিনা সহ সৌদি আরবের ঐতিহাসিক মুসলিম শহরগুলি পরিদর্শনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। আর তা দেখে সরব হয়েছিলেন পাকিস্তানের এক মুসলিম ধর্মগুরু। পালটা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।স্মৃতিকে কটাক্ষ করার পাশাপাশি কেন ভারতের মন্ত্রী ইসলামের পবিত্র শহরে গিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সঙ্গে হিজাব ছাড়া অমুসলিম স্মৃতিকে পরিদর্শনের অনুমতি কে দিয়েছেন, তারও জবাব চেয়েছিলেন ওই ধর্মগুরু।এরপর ধর্মগুরুকে নিশানা করেছেন পাক লেখক তাহির গোরা। ভিডিয়ো ট্যাগ করে কানাডার একটি টেলিভিশনের অনুষ্ঠান মুসলিম ধর্মগুরুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে উত্তর দিয়েছেন ধর্মগুরুর প্রশ্নেরও। সৌদি সরকারের আমন্ত্রণেই মন্ত্রী স্মৃতি ইরানি মদিনা ও বিশেষ স্থানগুলি পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তাহির।এখানেই থেকে থেমে থাকেননি কানাডায় বসবাসকারী পাক বংশোদ্ভুত ওই লেখক। তিনি জানিয়েছেন, স্মৃতি ইরানির সফর দক্ষিণ এশিয়া বিশেষকরে পাকিস্তানের মানুষ বিরক্ত। তাঁর মতে, সৌদি সরকার কাকে আমন্ত্রণ জানাবে, আর না জানাবে, এটা তাদের ব্যাপারে। এ ক্ষেত্রে পাকিস্তানের মানুষ কেন নাক গলাচ্ছে, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন তাহির। এ ব্যাপারে পাক নাগরিকদের মাথা না ঘামানোরও পরামর্শ দিয়েছেন পাক বংশোদ্ভুত লেখক।শুধু তাহির গোরা নন, স্মৃতি ইরানির মদিনা পরিদর্শনকে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও। এ ব্যাপারে নিজের দেশ এবং পকিস্তানকে করেছিলেন নিশানা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ধর্ম নিয়ে সৌদি আরবের উদারনীতির প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের রক্ষণশীল মনোভাবকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন।প্রসঙ্গত, কয়েকদিন আগে স্মৃতি ইরানির সৌদি আরব সফর হজযাত্রীদের জন্য বয়ে এনেছে সুখবর। এবার ভারত থেকে আরও বেশি পূণ্যার্থী হজে যেতে পারবেন। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি হয়েছে নরেন্দ্র মোদী সরকারের। চুক্তিতে ভারতীয় হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর দেওয়া হয়েছে জোর।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)